ধবলধোলাই এড়াতে মরিয়া ক্যারিবীয়রা
ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলেও টি-টোয়েন্টিতে ঠিকই সামর্থ্যের প্রমাণ দিয়েছে বাংলাদেশ। ২০১৮ সালের পর টি-টোয়েন্টিতে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচ আগামী ১৮ ডিসেম্বর, শুক্রবার। প্রথম দুই ম্যাচ হারলেও শেষটা অন্তত জয় দিয়ে শেষ করতে চায় ক্যারিবীয়রা। এড়াতে চায় ধবলধোলাই।
এই প্রসঙ্গে দ্বিতীয় টি-টোয়েন্টির পর ক্যারিবীয় অধিনায়ক রোভম্যান পাওয়েল বলেন, ‘অবশ্যই, এই হার দুশ্চিন্তার। দুটি ম্যাচেই গুরুত্বপূর্ণ সময়ে একই ধরনের ভুল করেছি। এই জায়গায় মনোযোগ দিতে হবে। আজকের উইকেট বোলারদের জন্য আরও বেশি সহজ ছিল। প্রতিপক্ষের ১২৯ রান টপকাতে না পারা কোনোভাবেই ভালো নয়।’
পাওয়েল আরও যোগ করেন, ‘আমরা সাহস নিয়ে খেলতে চেয়েছিলাম, এ কারণেই একাদশে কোনো পরিবর্তন আনিনি। ছেলেরা তো ভুল থেকেই শিখবে। একাদশ পরিবর্তন করলেই উত্তর পেয়ে যাবেন এমন নয়। ছেলেরা ভুল করতে করতেই শেখে। সিলেকশনের সিদ্ধান্ত এত সহজে আসে না। সবাই মিলেই সিদ্ধান্ত নেওয়া হয় কে খেলবে কে খেলবে না। সেন্ট ভিনসেন্টের দর্শকদের ধন্যবাদ দিতেই হবে। তাদের একটি জয় প্রয়োজন। শেষ ম্যাচে তাদের জন্য আমরা লড়াই করব।’
ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ক্যারিবিয়ানরা যেহেতু টি-টোয়েন্টিতে আরও বেশি শক্তিশালী ফলে এই সিরিজটা ছিল বাড়তি চিন্তার কারণ। কিন্তু বাংলাদেশি বোলাররা এসবকে পাশ কাটিয়ে দারুণ এক সিরিজ জয় এনে দিলেন। প্রথম টি-টোয়েন্টিতেও বোলিং পারফরম্যান্সে জিতেছিল বাংলাদেশ, আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ঘটল তেমনটা।