অনুমতি ছাড়া বাচ্চাদের ছবি তোলায় ক্ষেপলেন কোহলি
বিরাট কোহলি সবসময়ই ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে পছন্দ করেন। তার সন্তানদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা মাতামাতি করেন না। অন্যরা করুক, সেটিও পছন্দ করেন না এই ক্রিকেটার। ফলে, আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মেলবোর্ন বিমানবন্দরে যখন অনুমতি ছাড়া তার সন্তানদের ছবি তুলতে যান এক সাংবাদিক, ক্ষেপে যান কোহলি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে কোহলিরা এখন অস্ট্রেলিয়ায়। ব্রিসবেন থেকে মেলবোর্নে যাওয়ার পর বিমানবন্দরে অস্ট্রেলিয়ার এক টিভি সাংবাদিক তার পরিবারের সদস্যদের ছবি তোলার চেষ্টা করেন। বিষয়টি ভালোভাবে নেননি কোহলি। সেই সাংবাদিকের ওপর ক্ষুব্ধ তারকা বলে ওঠেন— আমার সন্তানদের সঙ্গে আমার কিছু প্রাইভেসি থাকা দরকার নয়? অনুমতি না নিয়ে আপনি এভাবে ছবি-ভিডিও নিতে পারেন না।
অস্ট্রেলিয়া সফরে কোহলির সঙ্গে আছেন স্ত্রী আনুশকা শর্মা এবং দুই সন্তান ভামিকা ও আকায়। এর মধ্যে এ বছরের ফেব্রুয়ারিতে জন্ম নেওয়া ছেলে আকায়কে প্রচারের আলো থেকে একদমই দূরে রেখেছেন কোহলি-আনুশকা। বিভিন্ন সময় সংবাদমাধ্যমকে অনুরোধ করেছেন, তাদের সন্তানদের ছবি যেন না তোলা হয়। নিজেরাও সন্তানদের ছবি প্রকাশ্যে আনেন না।
তবে পুরো ঘটনার ব্যাখ্যা দিয়ে অস্ট্রেলিয়ার চ্যানেল সেভেন জানিয়েছে, পুরো ঘটনা ছিল ভুল বোঝাবুঝি। কোহলি ভেবেছিলেন তার পরিবারের সদস্যদের ছবি তোলা হচ্ছে। তাই তিনি ক্ষুব্ধ হন। পরে অবশ্য তাকে বুঝিয়ে বলা হয়। সেই সাংবাদিক তার পরিবারের সদস্যদের ছবি তোলার চেষ্টা করেননি। সবটা বুঝে শান্ত হন কোহলি।