বড় মঞ্চে কোহলির বিকল্প কে আছে?

একটা সময় বিরাট কোহলি ছিলেন চূড়ান্ত আগ্রাসী। সেটা মাঠ ও মাঠের বাইরে, দুই জায়গাতেই। সময়ের ব্যবধানে বাহ্যিক আগ্রাসন থেমেছে। বোলারদের শাসন করে যাচ্ছেন নিয়মিতই। বিশেষ করে, মঞ্চটা যদি হয় বাঁচা-মরার আর ভারত রান তাড়ায়—কোহলির চেয়ে চতুর আর ভয়ানক কেউ নেই আধুনিক ক্রিকেটে।
মাঠে কোহলি এখন শান্ত। খেলেন দেখেশুনে। কিন্তু প্রতিপক্ষ জানে, কতটা মূল্য দিতে হয়। ধীরস্থিরভাবেও যে ঝড় তোলা যায়, তা কোহলি দেখিয়ে যাচ্ছেন দিনের পর দিন। এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেই যেমন দুটি ম্যাচে কোহলি খেললেন অনবদ্য ইনিংস।
পাকিস্তানের বিপক্ষে ১১১ বলে ঠিক ১০০ রান। ওয়ানডে ক্যারিয়ারে তার ৫১তম সেঞ্চুরি। শচীন টেন্ডুলকারকে ছাড়িয়েছেন আগেই, এখন ছাড়াচ্ছেন নিজেকেই। এরপর আসা যাক, সেমি ফাইনালে। চ্যাম্পিয়নস ট্রফির সেমিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মঙ্গলবার (৪ মার্চ) কোহলি করলেন ৯৮ বলে ৮৪ রান। অসিদের হারিয়ে ভারত উঠল ফাইনালে।
কোহলির বয়স এখন ৩৬। স্টিভেন স্মিথ ওয়ানডে থেকে অবসর নিলেন আজ। অসি তারকার বয়স ৩৫। কোহলি খেলে যাচ্ছেন। এই বয়সে এসে যে ঢংয়ে খেলছেন, তাতে চোখ কপালে উঠবে যে কারও। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে ১০০ রানের মধ্যে ৭২ রানই নিয়েছেন দৌড়ে। অস্ট্রেলিয়ার সঙ্গেও প্রায় একই অবস্থা। ৮৪ রানের মধ্যে ৬৪ রান এসেছে প্রান্ত বদল করে।
ওয়ানডেতে রান তাড়ায় অনেক আগেই কোহলি ছাপিয়ে গেছেন সবাইকে। পরে ব্যাটিংয়ে নেমে দলকে জেতাতে ৫ হাজারের বেশি রান আছে কেবল দুজনের। শচীন ও কোহলি। শচীন করেছেন ৫ হাজার ৪৯০ রান। কোহলি ৫ হাজার ৯১৩। সংখ্যাটা যে ৬ হাজারের ঘর ছাড়িয়ে যাবে, তা নিয়ে কারও সন্দেহ থাকার কথা নয়।