বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রাণ ফিরবে কবে? জানালেন ক্রীড়া উপদেষ্টা
বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হয়েছিল ২০২১ সালে। চার বছর কেটে গেলেও নির্বাসিত এই মাঠ। নানা সময়ে সংস্কারব্যয় বৃদ্ধি হলেও, কাজের তেমন অগ্রগতি দেখা যায়নি। অবশেষে, অন্তবর্তী সরকারের অধীনে আলোর মুখ দেখছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। শেষের পথে সংস্কার কাজ। এখন শুধু খেলা মাঠে গড়ানোর অপেক্ষা। কবে নাগাদ প্রাণ ফিরবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে, এবার সেটিই জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গতকাল শনিবার (২১ ডিসেম্বর) বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা। আশা করি, জানুয়ারি থেকে খেলা শুরু হবে। আমরা চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামকে ১০ বছরের জন্য বাফুফেকে লিজ দিয়েছি। সংস্কার করে সেখানে ফুটবল শুরু হবে।’
বিভিন্ন স্টেডিয়ামের নাম বদলানো প্রসঙ্গে আসিফ মাহমুদ আরও বলেন, ‘নাম তো একটা নয়, হাজার হাজার আছে। নামের বিষয়ে কী ধরনের পরিবর্তন আসবে, সেটা কমিটি প্রস্তাব করবে। তারপর সিদ্ধান্ত।’
এদিকে, দক্ষিণ এশিয়ার মেয়েদের দ্বিতীয় মর্যাদার টুর্নামেন্ট সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। প্রথম আসরের মতো এবারও আয়োজক বাংলাদেশ। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) এরই মধ্যে টুর্নামেন্টের তারিখ নির্ধারণ করেছে ১১ থেকে ১৯ ফেব্রুয়ারি।
আয়োজক হলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনও জানে না তারা খেলা কোন মাঠে আয়োজন করতে পারবে। বাফুফের বড় করে চাওয়া এই টুর্নামেন্ট বঙ্গবন্ধু স্টেডিয়ামে হোক। ওই সময়ের আগে দেশের প্রধান এই ফুটবল ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্টরা।