বিপিএলের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ে বরিশাল
অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সোমবার (৩০ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে বিপিএলের একাদশ আসর। প্রথম ম্যাচে লড়াইয়ে নেমেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। টস জিতে বোলিং বেছে নিয়েছে বরিশাল।
বরিশাল অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘আসরের প্রথম ম্যাচ। নতুন টুর্নামেন্ট, নতুন চ্যালেঞ্জ। লম্বা জার্নি এটা। আগে বোলিং নেওয়ার কারণ, উইকেটের আচরণ যেন বুঝতে পারি। রান তাড়ায় এটি কাজে দেবে। আশা থাকবে জয় দিয়ে শুরু করার।’
রাজশাহী অধিনায়ক এনামুল হক বিজয় বলেন, ‘আমরা আসলে আগে ব্যাটিংই চেয়েছিলাম। আমাদের দলীয় অবস্থা বেশ ভালো। স্থানীয় ও বিদেশিদের নিয়ে দলের ভারসাম্য দারুণ। এখন ম্যাচে মনোযোগ দিতে হবে। লম্বা টুর্নামেন্ট, একটু একটু করে উন্নতি করতে হবে।’