ফিরে দেখা ২০২৪
সাফের শ্রেষ্ঠত্ব, হামজার আগমন ও ভিনিসিয়াস নাটক
হারিয়ে গেল আরেকটি বছর। নতুনকে জায়গা করে দিতে ২০২৪ নাম লেখাবে অতীতের খাতায়। হারিয়ে গেলেও অবশ্য হারানো হয় না। নানা ঘটনা, রটনা, কাণ্ডকীর্তিতে ঠিকই ফিরে ফিরে আসবে ২০২৪। ঘটনাবহুল বছরে ক্রীড়াঙ্গনেও ঘটেছে অনেক কিছু। তবে, বরাবরের মতোই ফুটবলে ঝাঁঝটা ছিল বেশি। বেলা শেষের প্রহর গুণছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবু, আপন আলোয় আরও একবার দ্যুতি ছড়িয়েছেন দুই মহাতারকা। দেশের ফুটবলেও হতাশার মেঘ কেটে উঁকি দিয়েছে সূর্যের আভা। সবমিলিয়ে বিশ্ব ফুটবলে বিদায়ী বছর কেমন কাটল, সেটি তুলে ধরা হলো এনটিভি অনলাইনের পাঠকের সামনে।
বাফুফেতে হাওয়া বদল
দেশের ফুটবলের সবচেয়ে বড় ঘটনা, ২০২৪ সালে অবসান ঘটেছে কাজী সালাউদ্দিন অধ্যায়ের। দীর্ঘ ১৬ বছর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ছিলেন সালাউদ্দিন। রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি ঘোষণা দেন আর নির্বাচন করবেন না। নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল।
সাফে বাংলার মেয়েদের রাজত্ব
সাফ নারী চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আরও একবার দেশের মানুষকে আনন্দে ভাসিয়ে সাফের শিরোপা নিজেদের কাছে রাখেন সাবিনা-ঋতুপর্ণারা। এগিয়ে আসেন ফিফা র্যাঙ্কিংয়েও। মেয়েদের মতো ছেলেদের জাতীয় দল না পারলেও ২০২৪ সালে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন শিপের ট্রফি জেতে বাংলাদেশ যুব দল।
দেশের ফুটবলে সুবাতাস ও হামজার আগমন
বাংলাদেশের ফুটবল অন্য যেকোনো বছরের চেয়ে চলতি বছর তুলনামূলক ভালো খেলেছে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে পুরুষ দল সামর্থ্য অনুযায়ী মেলে ধরেছিল নিজেদের। বছরজুড়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলার ফুটবলাররা চেয়েছেন সেরাটা দিয়ে খেলতে। মেয়েরা তো ধরে রাখে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বই। গৌবর এনে দিয়েছে বয়সভিত্তিক পুরুষ ও নারী উভয় দল। বছরের শেষ দিকে এসে সবচেয়ে বড় সুখবর পায় দেশের ফুটবল। ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীকে বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি দিয়েছে ফিফা।
মেসিময় আরেকটি বছর
বছরের শুরুতে ফিফা দ্য বেস্টের পুরস্কার পান লিওনেল মেসি। সেরাদের সেরা হয়ে বছর শুরু করা লিও মাঝামাঝি এসে আর্জেন্টিনাকে জেতান কোপা আমেরিকার শিরোপা। ইন্টার মায়ামি নিজেদের প্রথম শিরোপার স্বাদ পেয়েছে মেসির পায়ে ভর দিয়েই। তবে, ২০২৪ এ মেসিকে লড়তে হয়েছে চোটের সঙ্গে। সেসব কাটিয়ে ৩৭ বছর বয়সে এসে যতটা আলো ছড়িয়েছেন, তা দুর্দান্ত।
আপন আলোয় উজ্জ্বল রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারে না পাওয়ার হাহাকার নেই। মেনে নিয়েছেন মেসির শ্রেষ্ঠত্ব। এতে তার শ্রেষ্ঠত্ব মলিন হয়নি, বরং খেলাটাকে আরও ভালোভাবে উপভোগ করেছেন সিআরসেভেন। চলতি বছরে গড়েছেন ৯০০ ক্যারিয়ার গোলের রেকর্ড। একবিংশ শতাব্দীতে আর কোনো ফুটবলার যে কীর্তি গড়তে পারেননি। বছরের মাঝপথে এসে ইউটিউব চ্যানেল খোলেন পর্তুগিজ যুবরাজ। সবচেয়ে কম সময়ে ৫০ মিলিয়ন সাবস্ক্রাইবারের রেকর্ড গড়েন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিলিয়ন অনুসারীর রেকর্ডও এই বছর গড়েন সিআরসেভেন। এই বছরটাও শেষ করেছেন শীর্ষ ধনী ফুটবলার হিসেবে।
স্পেনের ইউরো পুনরুদ্ধার
২০১২ সালে সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছিল স্পেন। এরপর যেন শিরোপা জিততে ভুলে গেছিল তারা। ২০০৮ থেকে ২০১২ সালের সেই সর্বজয়ী স্পেন ফিরে এসেছে এবার। তরুণ লামিনে ইয়ামান, রদ্রিরা মিলে ফিরিয়ে এনেছেন সাম্রাজ্যের মুকুট। এক যুগ পর স্পেন জিতেছে ইউরোর শিরোপা।
আর্জেন্টিনার কোপা ধরে রাখা, ডি মারিয়ার বিদায়
ইউরো-বিশ্বকাপ-ইউরো জিতে এতদিন ঐতিহাসিক ট্রেবলের স্বাদ কেবল ছিল স্পেনের জিভে। সেই স্বাদ কেমন, তা এখন জানে আর্জেন্টিনা। কোপা-বিশ্বকাপ-কোপা, ঐতিহাসিক ট্রেবল জয়ের পথে সর্বশেষ কোপা আমেরিকা জিতেছে ২০২৪ সালে। এই ট্রফি জিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান আর্জেন্টাইন কিংবদন্তি অ্যাঞ্জেল ডি মারিয়া।
অবশেষে মাদ্রিদে এমবাপ্পে
রিয়াল মাদ্রিদে খেলবেন কিলিয়ান এমবাপ্পে, এমন স্বপ্ন গত ছয় বছর ধরে দেখছে ক্লাবটির ভক্তরা। ছয় বছর ধরে প্রতিবারই গুঞ্জন ওঠে, মাদ্রিদে আসছেন এমবাপ্পে। ফরাসি তারকা অবশেষে চলতি মৌসুমে এলেন স্পেনে। ২০২৪ সালে রিয়াল মাদ্রিদের তারকা হিসেবে চুক্তিবদ্ধ হন এমবাপ্পে, অবসান ঘটে সব নাটকের।
ভিনিসিয়াস ও ব্যালন ডি’অর বিতর্ক
বছরের শেষাংশ কেটেছে ভিনিসিয়াসময়। সময়টাকে ভিনিময় সময় বললে ভুল হবে না। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র এবারের ব্যালন ডি’অরের সবচেয়ে যোগ্য প্রার্থী থাকলেও উয়েফার সঙ্গে মাদ্রিদের দ্বন্দ্বের বলি হন তিনি। ব্যালন যায় ম্যানচেস্টার সিটির তারকা রদ্রির হাতে। যা নিয়ে শুরু হয় সমালোচনা। রিয়াল মাদ্রিদ বয়কট করে গোটা অনুষ্ঠান। দুঃখ অবশ্য লাঘব হয়েছে ভিনির। তরুণ এই তারকা পরে জিতেছেন ফিফা বর্ষসেরার পুরস্কার।
রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ ফিরে পাওয়া
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অবিসংবাদিত সেরা দল রিয়াল মাদ্রিদ। গতবারের শিরোপা হাতছাড়া হয়ে যায় ম্যানচেস্টার সিটির হাতে। চলতি বছর সেটি পুনরুদ্ধার করে রিয়াল মাদ্রিদ। জেতে রেকর্ড ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ।
ব্রাজিলের বেহাল দশা
২০২৪ সাল ভুলে যেতে চাইবে ব্রাজিলের ভক্তরা। কোপা আমেরিকায় হতাশ করার পাশাপাশি বিশ্বকাপ ২০২৬ এর বাছাইপর্বেও হতাশার তিক্ততা দিয়েছে সেলেসাওরা। পাঁচবারের বিশ্বসেরারা ঠিক ব্রাজিলসুলভ পারফর্ম্যান্স উপহার দিতে পারেনি বিদায়ী বছরটাতে।
ফিফার ধামাকা, সৌদির বাজিমাত
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ফুটবলের উন্নয়নে নানা কাজ করছেন। যার একটি ক্লাব বিশ্বকাপের পরিধি বাড়ানো। আরও আগে থেকে বলে আসলেও জমকালো আয়োজনে সবকিছুর বিস্তারিত জানান দেন ২০২৪ সালে। অন্যদিকে, সৌদি আরব বিনা প্রতিদ্বন্দ্বিতায় পায় ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব। ফুটবলের প্রসারে যা রাখবে বড় ভূমিকা।