এক ম্যাচে ৭ উইকেট, ইতিহাসের পাতায় তাসকিন
একদিনের বিরতি দিয়ে মাঠে গড়িয়েছে বিপিএল। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। ঢালিউড সুপারস্টার শাকিব খানের ঢাকা তারকাবহুল দল হলেও প্রথম ম্যাচটা আশানুরূপ কাটেনি তাদের। এই ম্যাচে তাই ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিকরা। সুযোগ ছিল বড় স্কোর গড়ার। তবে, তাসকিনের বিপিএলসেরা বোলিংয়ে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি ঢাকা। ক্রিকেট ইতিহাসের ৩য় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৭ উইকেট প্রাপ্তি তাসকিনের।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৪ রান তোলে ঢাকা। দলটির হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫০ রান করেন শাহাদাত হোসেন দিপু। আর বল হাতে ৪ ওভারে ১৯ রান খরচায় ৭ উইকেট নেন পেসার তাসকিন আহমেদ। যা বিপিএলের ইতিহাস সেরা বোলিং ফিগার।
ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি ঢাকার। দলীয় ৫ রানের মাথায় ফেরেন ওপেনার লিটন দাস। ৫ বল খেললেও রানের খাতাই খুলতে পারেননি তিনি। এরপর আরেক ওপেনার তানজিদ তামিমও বিদায় নেন দ্রুতই। দলীয় ১৪ রানের মাথায় ফেরেন এই বাঁহাতি ওপেনার। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা। তবে, স্টিফেন ইসকিনাজি ও শাহাদাত হোসেন দিপুর ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি।
এই দুইজন মিলে গড়েন ৭৯ রানের জুটি। দলীয় ৯৩ রানের মাথায় ইসকিনাজির বিদায়ে তৃতীয় উইকেট হারায় ঢাকা। ২৯ বলে ৪৬ রান আসে তার ব্যাট থেকে। আর দিপু করেন ৪১ বলে ৫০ রান। এই দুইজনের ব্যাটে চড়ে ভালো সংগ্রহের ভিত গড়ে ঢাকা। পরবর্তীতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা। শেষমেশ ১৭৪ রানে থামে দলটি। দুর্বার রাজশাহী প্রথম ম্যাচে স্কোরকার্ডে বড় রান জমা করেও বোলারদের ব্যর্থতায় হেরেছে। তাই এই ম্যাচে জয় তুলতে মরিয়া লম্বা সময় পর বিপিএলে ফেরা দলটি।