ইংলিশ ক্লাব লিভারপুল কেনার ইচ্ছে ইলন মাস্কের
গত মে মাসে যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যভিত্তিক সাময়িকী ফোর্বসের জরিপে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ দামি ফুটবল ক্লাব হয়েছে লিভারপুল। ক্লাবটির আনুমানিক মূল্য ৪৪৩ কোটি পাউন্ড। এবার সেই ক্লাবটি কিনতে চান বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে এমন গুঞ্জন।
২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে জনপ্রিয় সামাজিকমাধ্যম টুইটার কিনে রীতিমতো ঝড় তোলেন মাস্ক। এবার ক্রীড়াঙ্গনেও আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এমন খবর প্রকাশ করেছে ব্রিটিশ ডিজিটাল রেডিও স্টেশন টাইমস রেডিও। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ইলন মাস্কের বাবা এরোল মাস্ক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তার বাবা এরোল মাস্ক বলেন, 'আমি এ বিষয়ে মন্তব্য করতে পারি না। এতে দাম বেড়ে যাবে। কিন্তু এর মানে এই নয় যে সে এটি কিনছে। ইলন চাইবে কিনতে, হ্যাঁ, এটা তো স্বাভাবিক। যে কেউ চাইবে। আমিও চাই।’
এরোল মাস্ক আরও জানান, ইংল্যান্ডের লিভারপুল শহরের সঙ্গে পারিবারিক যোগসূত্র রয়েছে মাস্ক পরিবারের। সে জন্যই তার সন্তান ক্লাবটি কিনতে আগ্রহী, ‘ওর (ইলন মাস্ক) নানির জন্ম লিভারপুলে। আর লিভারপুলে আমাদের আত্মীয়স্বজনও আছে। আমরা সৌভাগ্যবান যে বিটলসের (সদস্যদের) সঙ্গে ভালো পরিচয় ছিল। ওরা আমাদের পরিবারের কয়েকজনের সঙ্গেই বড় হয়েছে। তাই লিভারপুলের সঙ্গে আমাদের সংযোগটা আছে।’
অবশ্য লিভারপুল বিক্রি করার কোনো পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন ক্লাবটির বর্তমান মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি)। ২০১০ সালে ৩০০ মিলিয়ন পাউন্ডে ক্লাবটি কিনে নেয় এফএসজি। তাদের অধীনেই ২০২০ সালে প্রিমিয়ার লিগ শিরোপা জিতে ক্লাবটি। মাঠে সময়টা এই মুহূর্তে দারুণ কাটছে লিভারপুলের। আর্নে স্লটের অধীনে প্রিমিয়ার লিগের শিরোপা জেতার পথে তারা এবার সবচেয়ে এগিয়ে।