৩৮ বছর বয়সে হ্যাটট্রিক করে নোমানের ইতিহাস
ক্রিকেটে হ্যাটট্রিক হরহামেশাই দেখা যায়। তবে, পাকিস্তানি স্পিনার নোমান আলী সেদিক বিবেচনায় বেশ স্পেশাল। টেস্টে এখন পর্যন্ত যে কয়বার হ্যাটট্রিকের দেখা পেয়েছেন পাকিস্তানি বোলাররা। তাদের সবাই ছিলেন পেসার। এবার সেই ধারা ভেঙে প্রথম স্পিনার হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন নোমান আলী।
আজ শনিবার (২৫ জানুয়ারি) মুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে এই ঘটনা ঘটেছে। তিনি প্রথমে জাস্টিন গ্রিভস, এরপর তেভিন ইমলাচ এবং শেষ পর্যন্ত কেভিন সিংক্লেয়ারের উইকেট নেন। তার এই অবিস্মরণীয় পারফরম্যান্স পাকিস্তানকে ম্যাচে এগিয়ে রাখে এবং তাকে পাকিস্তানি ক্রিকেটের ইতিহাসে চিরকাল স্মরণীয় করে তোলে।
প্রায় ৫ বছর পর টেস্টে হ্যাটট্রিকের দেখা পেল পাকিস্তান। ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে সিরিজে হ্যাটট্রিক করেছিলেন পেসার নাসিম শাহ। পাকিস্তানি পেসারদের মধ্যে অন্য চারটি হ্যাটট্রিকের দুটি ওয়াসিম আকরামের। একটি করে হ্যাটট্রিক আছে আবদুর রাজ্জাক ও মোহাম্মদ সামির।
নোমানের সামনে সুযোগ ছিল বিশ্বরেকর্ড গড়ার। ৩৮ বছর ১১০ দিনে বিশ্বরেকর্ড গড়লেন তিনি। তার চেয়ে বেশি বয়সে এই কীর্তি আছে কেবল একজনের। ২০১৬ সালে শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ ৩৮ বছর ১৩৯ দিনে করেন হ্যাটট্রিক। পাকিস্তানের মাটিতে হ্যাটট্রিকের ঘটনা খুবই বিরল। ১৯৭৬ সালে লাহোরে নিউজিল্যান্ডের পিটার প্যাথেরিক প্রথমবারের মতো এই কৃতিত্ব অর্জন করেছিলেন। এরপর ২০০৩ সালে পেশোয়ারে বাংলাদেশের অলক কাপালি লেগ স্পিনে হ্যাটট্রিক করেন।