শত কোটির হেলিকপ্টারে চড়ে অনুশীলনে নেইমার
গত কয়েক বছরের মধ্যে অন্যতম অপ্রত্যাশিত দলবদল দেখল ফুটবল দুনিয়া। অল্প কয়েকদিনের ভেতর আল-হিলালের সঙ্গে চুক্তি বাতিল, তারপর সান্তোসের সঙ্গে চুক্তি এবং একই দিনে সবার সামনে আসা—নেইমারকে নিয়ে সান্তোসের ভক্তদের উচ্ছ্বাসের কমতি নেই। তাকে বরণে এতটুকু কার্পণ্য করেনি ক্লাব কর্তৃপক্ষ।
৩১ জানুয়ারি রাতে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে রাজসিক অনুষ্ঠানে বরণ করে নেওয়া হয়েছে রাজপুত্রকে। নেইমারের ফেরা নিয়ে সান্তোসের স্লোগান ছিল— ‘দ্য প্রিন্স ইজ ব্যাক!’ আনুষ্ঠানিকতা শেষের চারদিন পর প্রথমবার অনুশীলনে আসেন নেইমার। একজন অ্যাথলেট অনুশীলনে যাবেন, সেটি স্বাভাবিক। কিন্তু নেইমার যেভাবে গেলেন, তা অবাক করেছে সবাইকে।
সান্তোসের অনুশীলন গ্রাউন্ড সিটি রেই পেলেতে ব্যক্তিগত হেলিকপ্টারে চড়ে গিয়েছিলেন নেইমার। হেলিকপ্টারটি নেইমার কেনেন ২০১৯ সালে। ৫ কোটি ব্রাজিলিয়ান রিয়ালে (বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ১০৩ কোটি টাকা) হেলিকপ্টারটি কেনেন তিনি।
নেইমার বর্তমানে আছেন ব্রাজিলের রিও ডি জেনেইরোর শহর মানগারাতিবায়। সেখানে সাও পাওলোর শহর সান্তোসের দূরত্ব প্রায় ৪৫৫ কিলোমিটার। এতটা পথ পাড়ি দিতে হেলিকপ্টারের বিকল্প নেই। তবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো বলছে, মানগারাতিবাতে বেশিদিন থাকবেন না নেইমার। সান্তোসে বাড়ি কেনার পরিকল্পনা আছে তার।
এর আগ পর্যন্ত অবশ্য এভাবে হেলিকপ্টারে চড়েই আসতে হবে তাকে। যাতে খরচ হবে বেশ মোটা অঙ্কের অর্থ।