উদ্বোধনী ম্যাচের আগে সুসংবাদ পেল পাকিস্তান

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানকে ধরা হচ্ছে অন্যতম ফেবারিট হিসেবে। ২০১৭ সালের শিরোপাধারীরা এবারও দারুণ কিছু করতে মুখিয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগে পাকিস্তানকে উজ্জীবিত হওয়ার মতো খবর দিলেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। চোট কাটিয়ে ফিরেছেন পেসার হারিস রউফ, খেলবেন প্রথম ম্যাচেই।
প্রায় তিন দশক পর কোনো আইসিসি ইভেন্টের আয়োজন করছে দেশটি। সে কারণে টুর্নামেন্টটি আয়োজন ও দলগত সাফল্য পেতে মরিয়া পাকিস্তান। যদিও আসর শুরুর ঠিক আগে হারিসের চোট তাদের ভাবনায় ফেলেছিল।
গত ৮ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বল করার সময় বুকের পেশিতে টান পড়ে হারিসের। সিরিজের বাকি সময় আর খেলেননি। পূর্বসতর্কতা হিসেবে তাকে বাইরে রাখে টিম ম্যানেজমেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ফিট হতে কঠোর লড়াই করেন এই পেসার।
হারিসের বিষয়ে রিজওয়ানের ভাষ্য, ‘দুইদিন আগে হারিস ৬-৮ ওভার বল করেছিল। গতকালও সুন্দর বল করেছে। আজ পুরো ছন্দে বোলিং করেছে সে। তাছাড়া জিমেও ঘাম ঝরিয়েছে, কোনও ধরনের ব্যথার কথা বলেনি। আমরা মনে করছি, সে সম্পূর্ণ ফিট।’
রিজওয়ান আরও যোগ করেন, ‘আমরা ১০ বছর ধরে ভুগেছি, যখন এখানে কেউ আসতো না। কিন্তু পাকিস্তান এখনও দারুণ ফল বের করে আনতে পারে, আমাদের সামর্থ্য নিয়ে কোনও সংশয় নেই। উত্থান পতন থাকে এবং আমাদের দলে কিছু ঘাটতি আছে। আমরা এই ব্যাপারে অবগত। আমাদের পেশাদারিত্ব ও ধারাবাহিকতায় কিছু উন্নতি করতে হবে।’