আইপিএলে আসছে আরও একাধিক নিয়ম

আর একদিন পর শুরু হবে আইপিএল। ১৮ তম আসর মাঠে গড়াবে আগামীকাল শনিবার (২২ মার্চ)। বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসরের। কলকাতার ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়।
এবারের আইপিএল শুরুর আগে শোরগোল ফেলেছে নানা কারণে। অনুষ্ঠিত হয়েছে মেগা নিলাম। রেকর্ড ভেঙেছে খেলোয়াড়দের দাম। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এনেছে নিয়মের কড়াকড়ি। তবে, যোগ হওয়া নতুন দুটি নিয়ম বোলারদের জন্য বেশ কার্যকর ভূমিকা রাখতে পারে।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন বলছে, ২০২০ সালের পর আবারও বলে থুথু ব্যবহার করতে পারবেন বোলাররা। করোনার সময় সব ধরণের ক্রিকেটে আইসিসি এই নিয়ম নিষিদ্ধ করেছিল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা না তুললেও বিসিসিআই আইপিএলে এই নিয়ম চালু করেছে।
অনুমতি দেওয়া হয়েছে দ্বিতীয় বল ব্যবহারের। বোলিং দল চাইলে ১১ ওভারের পর বল পরিবর্তনের আবেদন করতে পারবেন। করা হবে কি না, সেটি অবশ্য আম্পায়ারের ওপর নির্ভর করে। ম্যাচের পরিস্থিতি ভেবে তিনি সিদ্ধান্ত নেবেন বল পরিবর্তন করার ব্যাপারে।
এছাড়া, আগেই কঠিন কিছু নিয়ম চালু করেছে আইপিএল কর্তৃপক্ষ। কয়েকটি ক্যাটাগরিতে মোটামুটি ১৫টির মতো নিয়ম চালু করেছে তারা। এর মধ্যে আছে অনুশীলন নিয়ে কড়াকড়ি বেশি। অনুশীলনের জন্য মাঠের মাঝে দুটি করে নেট পাবে প্রতিটি দল। সাইডের উইকেটে আরও একটি নেট দেওয়া হবে যেখানে শুধু বড় শটের অনুশীলন করা যাবে। অনুশীলনে যাওয়ার সময় প্রত্যেক ক্রিকেটারকে টিম বাসে করেই যেতে হবে। ম্যাচের দিন কোনো অনুশীলন করা যাবে না।
অনুশীলন সংক্রান্ত কোনো অনুরোধের জন্য এবং ম্যাচের দিন ফিটনেস পরীক্ষা করাতে চাইলে মাঠে উপস্থিত ম্যানেজারের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে। ম্যাচের দিন বোর্ডের দেওয়া পরিচয়পত্র নিয়ে সবাইকে মাঠে যেতে হবে। যদি কোনো দলের কেউ সেই পরিচয়পত্র নিয়ে যেতে ভুলে যান তা হলে প্রথমবার সতর্ক করা হবে। দ্বিতীয় বার একই ভুল করলে সেই দলকে জরিমানা করা হবে।
খেলা শেষ হওয়ার পর প্রায়ই খেলোয়াড়রা হাতাকাটা জার্সি পরেন। এটি খুবই কমন একটি দৃশ্য। এবারের আইপিএলে এসব করা যাবে না। বিশেষত, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় কোনোভাবেই হাতকাটা জার্সি পরা যাবে না। কোনো ক্রিকেটার এমনটা করলে প্রথম বার তাকে সতর্ক করা হবে। দ্বিতীয় বার করা হবে জরিমানা।