আর্জেন্টিনা ম্যাচের আগে দুঃসংবাদ পেল ব্রাজিল

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আরও একবার মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। প্রথম দেখায় জিততে না পারলেও এবার প্রতিশোধ নিতে মরিয়া সেলেসাওরা। তবে, সুপার ক্লাসিকোর আগে বড় দুঃসংবাদ পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
গতকাল শুক্রবার (২১ মার্চ) কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মাথায় আঘাত পেয়েছিলেন ব্রাজিল গোলকিপার আলিসন বেকার। এই আঘাতের ফলে ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন এই লিভারপুল তারকা। যার মানে দাঁড়ায় আগামী বুধবার আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে আলিসনকে পাচ্ছে না ব্রাজিল। তার জায়গায় দেখা যেতে পারে পালমেইরাসের গোলকিপার ওয়েভেরতনকে।
ব্রাজিল ফুটবল বিবৃতিতে অবশ্য জানিয়েছে, ‘মাথায় আঘাতের পর আলিসন ঠিক আছে। স্বাস্থ্যগত কোনও অভিযোগ এখন পর্যন্ত নেই। কিন্তু তাকে ফিফার কনকাশন প্রটোকল মেনে চলতে হবে। ফলে তাকে নিজের ক্লাব লিভারপুলে ফিরে রিকোভারির জন্য অপেক্ষায় থাকতে হবে।’
আলিসনের পাশাপাশি দলে আরও পরিবর্তন আনা হয়েছে। এসেছেন মিডফিল্ডার এডারসন, হোয়াও গোমেজও। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আগামী বুধবার সকালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল।
কনমেবল থেকে বিশ্বকাপ বাছাইয়ের ১৩ ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে টেবিলের তিনে অবস্থান করছে ব্রাজিল। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে তারা।