ভিনির গোলে ব্রাজিলের স্বস্তির জয়

কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের অবস্থা ছিল অনেকটা ভাঙাচোরা। কলম্বিয়ার বিপক্ষে আজ শুক্রবার (২১ মার্চ) ম্যাচটিতেও অল্পের জন্য হোঁচট খেতে চলেছিল। ভিনিসিয়াস জুনিয়র এই যাত্রায় বাঁচালেন দলকে। একেবারে অন্তিম সময়ের গোলে ঘরের মাঠে জয় পেয়েছে ব্রাজিল। কলম্বিয়াকে তারা হারিয়েছে ২-১ গোলে।
গারিঞ্চা অ্যারেনায় ম্যাচের শুরুটা দারুণ করেছিল ব্রাজিল। আক্রমণে ওঠো সেলেসাওদের সামলাতে ডি-বক্সে ফাউল করে বসে কলম্বিয়া। পেনাল্টি পায় ব্রাজিল। সেখান থেকে লক্ষ্যভেদ করতে ভুল হয়নি রাফিনহার। শুরুতেই এগিয়ে যাওয়া ব্রাজিল এরপর আরও আক্রমণ করে। কিন্তু, গোল আসছিল না।
গোটা ম্যাচে বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল। মোট ১৭টি আক্রমণ করে দলটি। যার মধ্যে সাতটি অন টার্গেট শট। তবে, গোল আসছিল না কিছুতেই। উল্টো ৪১ মিনিটে ব্যবধান কমান লুইস দিয়াজ। কলম্বিয়ান তারকার গোলে প্রথমার্ধ্বেই সমতায় ফেরে তারা। ১-১ সমতায় বিরতিতে যায় দুদল।
বিরতির পর ফিরে ব্রাজিল গোছানো খেলা খেললেও কলম্বিয়ার দেয়াল ভাঙতে পারছিল না। দর্শকরা যখন ধরেই নিয়েছিল, ম্যাচের ভাগ্যে ড্র লেখা আছে, তখন দৃশ্যপটে ভিনিসিয়াস। যোগ করা সময়ের একেবারে শেষ সময়ে (৯০+৯ মিনিট) গোলের দেখা পায় সেলেসাওরা। গোলের আনন্দে ভক্তদের মাতান ভিনি। কলম্বিয়ার সামনে গোল শোধের কোনো সময় আর ছিল না। ব্রাজিল মাঠ ছাড়ে ২-১ গোলের তৃপ্তির জয় নিয়ে।
এই জয়ে লাতিন অঞ্চলে পয়েন্ট টেবিলে ২ নম্বরে উঠে এসেছে ব্রাজিল। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট দলটির। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। আগামী ২৬ মার্চ সুপার ক্ল্যাসিকোয় মুখোমুখি হবে ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বীরা।