ফের অনলাইন জুয়ার সঙ্গে জড়াল সাকিবের নাম!

আবারও বিতর্ক জন্ম দিয়ে খবরের শিরোনাম হলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। ফের একটি অনলাইন জুয়ার সাইটের সঙ্গে জড়িয়েছে সাকিবের নাম।
দেশের আইনে নিষিদ্ধ জুয়ার (বেটিং সাইট) বিজ্ঞাপন করে। শনিবার (২২ মার্চ) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বিদেশি একটি বেটিং সাইটের প্রোমশনের ভিডিও পোস্ট করেন তিনি। যেখানে দর্শকদের জুয়ার খেলার বিষয়ে উদ্বুদ্ধও করেন তিনি।
এর আগে ২০২৩ সালের আগস্টে অনলাইন জুয়ার সাইট বেটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেটউইনার নিউজের শুভেচ্ছাদূত হয়ে বিতর্কিত হয়েছিলেন সাকিব। বিসিবির নীতিমালা অনুযায়ী ধূমপান, মাদক, জুয়া ইত্যাদি সম্পর্কিত কোন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার নিয়ম নেই। সেসময় বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকায় সাকিব বিসিবির এই নিয়ম মেনে চলতে বাধ্য। কিন্তু তিনি সেটা অনুসরণ করেননি। পরে অবশ্য ব্যাপক সমালোচনা ও বিসিবির শাস্তির হুমকিতে সেই চুক্তি শেষ পর্যন্ত বাতিল করতে বাধ্য হন সাকিব। কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেননি বাংলাদেশ ক্রিকেটের অধিনায়ক।
এদিকে, দীর্ঘদিনের বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা সাকিবের বোলিং নিয়ে সমস্যা ধরা পড়েছিল গেল বছরের মাঝামাঝি সময়ে। সেই নিষেধাজ্ঞা থেকে আজ মুক্তি পেলেন সাকিব।