তিন মাস পর 'খেলায়’ ফিরতে পারবেন তামিম

মৃত্যুর দুয়ার থেকে ফিরতে পারার স্বস্তিই সবচেয়ে বড় ব্যাপার, ক্রিকেট নিয়ে আলোচনার সময় হয়নি এখনও। এই যাত্রায় বেঁচে গেলেও সহসাই মাঠে ফেরা হচ্ছে না তামিমের। ঘরে ফেরার পরও আগামী তিন মাস ডাক্তারদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। এরপর ডাক্তারদের অনুমতি সাপেক্ষে ক্রিকেটে ফিরতে পারেন এই ওপেনার।
তিনি জানান, আগের চেয়ে অনেক ভালো আছেন তামিম এবং তিন মাস পর খেলায় ফিরতে পারবেন।
তামিমের শারীরিক অবস্থা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর বলেছেন, ‘‘উনার শারীরিক অবস্থা আশাব্যঞ্জক। কিন্তু উনার যেই চিকিৎসা হয়েছে তাতে অ্যাকশন-রিক্যাশন হতে পারে। আবার যে-ই রিং লাগানো হয়েছে সেটাও কাজ না করতে পারে। সেই ঝুঁকি রয়েছে। আমরা তাদের পরিবারকে বুঝিয়েছি। এ মুহূর্তে তার মুভ করা খুবই ঝুঁকিপূর্ণ।’’
তিনি আরও যোগ করেন, ‘উনি এই তিন মাস আন্ডার অবজারভেশনে থাকবেন। উনার শারীরিক অবস্থা কি, উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে সেসব বিবেচনা করে দেখা হবে। তার মেডিকেল বোর্ড তাকে অনুমতি দিলে সে খেলতে পারবে।’
তামিমের পরবর্তী করণীয় কী হতে পারে সেই ধারণা দিয়েছেন ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী, ‘এখন যে সময়টা সে কিন্তু বাথরুমে যেতে পারবেন কিন্তু কারো সাথে থাকা উচিত। এখন তো সে ৪৮ থেকে ৭২ ঘণ্টা অবজারভেশনে আছেন। সাত দিন হাউজ রেস্টে থাকতে হবে। বাসায় বসে বসে টিভি দেখ, কথা বলো। হাঁটাহাঁটি করো। কিন্তু বাইরে যেও না। আস্তে আস্তে বাইরে যাবে। সিঁড়ি দিয়ে উঠা-নামা করো।’