সন্ধ্যায় ঢাকায় আনা হবে তামিমকে

বেঁচে ফিরেছেন তামিম ইকবাল, আগের চেয়ে সুস্থ আছেন—এমন খবর স্বস্তি দিয়েছে ক্রিকেটাঙ্গনে। শুধু ক্রিকেট নয়, গোটা দেশের ক্রীড়াঙ্গন প্রার্থনায় বসেছিল তার জন্য। আগের চেয়ে সুস্থ হওয়া তামিমকে আরও ভালো চিকিৎসার জন্য ঢাকায় কবে আনা হবে, সেটি নিয়ে কৌতূহল ছিল সবার।
প্রথমে জানা গিয়েছিল, এখনই ঢাকায় আনা হবে না তামিমকে। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আজ মঙ্গলবারই (২৫ মার্চ) ঢাকায় আনা হবে তাকে। ইফতারের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেবেন তামিম। এই খবর নিশ্চিত করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক মাসুদুজ্জামান।
তামিমকে দেখতে আজ সাভারের কেপিজে হাসপাতালে যান মাসুদুজ্জামান। সেখানে তিনি বলেছেন, ‘তামিমকে আজ সন্ধ্যায় ঢাকা নেওয়া হবে। এই সিদ্ধান্ত তার পরিবারের। আপনারা জানেন, এখানে খুব ভালো চিকিৎসা হয়েছে। তামিম এখন আগের চেয়ে ভালো আছে। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নয়, প্রটোকলে নেওয়া হবে অ্যাম্বুলেন্সে।’
এদিকে তামিমের পরবর্তী করণীয় কী হতে পারে সেই ধারণা দিয়েছেন ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘এখন যে সময়টা সে কিন্তু বাথরুমে যেতে পারবেন কিন্তু কারো সাথে থাকা উচিত। এখন তো সে ৪৮ থেকে ৭২ ঘণ্টা অবজারভেশনে আছেন। সাত দিন হাউজ রেস্টে থাকতে হবে। বাসায় বসে বসে টিভি দেখ, কথা বলো। হাঁটাহাঁটি করো। কিন্তু বাইরে যেও না। আস্তে আস্তে বাইরে যাবে। সিঁড়ি দিয়ে উঠা-নামা করবে।’