সিমন্সের হাতেই রইল বাংলাদেশ দলের দায়িত্ব

চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত চুক্তি ছিল ফিল সিমন্সের সঙ্গে। মিনি বিশ্বকাপ-খ্যাত আইসিসি টুর্নামেন্টটিতে ভালো করতে পারেনি বাংলাদেশ। তবু, ফিল সিমন্সের ওপরই আস্থা রেখেছে ক্রিকেট বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিমন্সের সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত বছর অক্টোবরে ৬ মাসের চুক্তিতে সিমন্সকে নিয়োগ দেয় বিসিবি। শান্ত-লিটনদের প্রধান কোচ হিসেবে তার চোখ ছিল চ্যাম্পিয়নস ট্রফিতে। সেখানে ব্যর্থ হলেও ৬১ বছর বয়সী ক্যারিবিয়ান এই কোচকে বড় পরিসরে সুযোগ দিচ্ছে বাংলাদেশ। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করা হয়েছে তার সঙ্গে।
চুক্তি নবায়নে নিজের ভালোলাগার কথা প্রকাশ করেছেন সিমন্স। সাবেক এই অলরাউন্ডার বাংলাদেশ দল নিয়ে নিজের প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন। তিনি বিশ্বাস করেন, প্রতিভাবান ক্রিকেটারদের সঙ্গে নিয়ে দারুণ কিছু অর্জন করতে পারবেন।
সিমন্স বলেন, ‘দীর্ঘমেয়াদে কাজের সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। এই দলে যেসব প্রতিভা আছে, সেসব অস্বীকার করার জো নেই। আমি সামনের দিকে তাকাচ্ছি। প্রতিভা ও সামর্থ্যের মিশেলে এই দল নিয়ে একসঙ্গে দারুণ কিছু অর্জন করা সম্ভব। ইতোমধ্যে চমৎকার কয়েকজন খেলোয়াড় নিয়ে কাজ করা হয়েছে। সবার দক্ষতা ও প্যাশন আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে।’