জ্যোতির সেঞ্চুরিতে থাইল্যান্ডকে চ্যালেঞ্জ জানাল বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব খেলছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থাইল্যান্ড নারী দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। লাহোর সিটি অ্যাসোসিয়েশন ক্রিকেট মাঠে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় থাইল্যান্ড। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অনবদ্য শতকে বাংলাদেশ পেয়েছে লড়াইয়ের পুঁজি। ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে তুলেছে ২৭১ রান।
ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৫ রানে ঘটে প্রথম উইকেটের পতন। ৮ রান করে ফিরে যান ওপেনার ইশমা তানজিম। আরেক ওপেনার ফারজানা হক অবশ্য পেয়েছেন ফিফটির দেখা। ধীরগতির হলেও ৮২ বলে ৫৩ রানের ইনিংস গড়ে দিয়েছে দলের ভিত।
দ্বিতীয় উইকেটে শারমিন আক্তার সুপ্তিকে সঙ্গে নিয়ে ১০৪ রানের জুটি গড়েন ফারজানা। ফারজানা বিদায় নিলেও শারমিন অবিচল ছিলেন শেষ পর্যন্ত। ১১ চারে ১২৬ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন তিনি। তবে, বাংলাদেশের রান ২৭১ পর্যন্ত নিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন জ্যোতি।
শেষ বলে আউট হওয়ার আগে ছড়ি ঘোরান থাই বোলারদের ওপর। ৮০ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১০১ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন জ্যোতি। তৃতীয় উইকেটে শারমিনের সঙ্গে গড়েন ১৫২ রানের অসাধারণ জুটি। যা বাংলাদেশকে এনে দেয় লড়াই করার প্রেরণা।