ইতিহাস গড়লেন জ্যোতি, রেকর্ড ভাঙল বাংলাদেশ

বিশ্বকাপের মূল পর্বে সরাসরি সুযোগ পাওয়া হয়নি। সেই হতাশা দূরে ঠেলে বাংলাদেশের নজর এখন বাছাইপর্বে। সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে বসবে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ। এর আগে বাছাইপর্বে খেলছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থাইল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলার নারীরা।
লাহোর সিটি অ্যাসোসিয়েশন ক্রিকেট মাঠে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল থাইল্যান্ড। সুযোগের সদ্ব্যবহার করেছে বাংলার বাঘিনীরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অনবদ্য শতকে বাংলাদেশ পেয়েছে লড়াইয়ের পুঁজি। ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে তুলেছে ২৭১ রান। এই পথে ব্যক্তিগত অর্জন ও দলীয় রেকর্ড, দুটোই হয়েছে বাংলাদেশের।
বাংলাদেশ ইনিংসের শেষ ওভার। তৃতীয় বলটি করলেন থাইল্যান্ডের বোলার থিপাচা পুত্তাওং। একটু এগিয়ে এসে ডিপ মিড-উইকেটে বলটি উড়িয়ে মারলেন জ্যোতি। ছক্কা হয়নি, তবে ফিল্ডার মিস করলে পরিণত হয় চারে। ৯৬ থেকে ১০০ তে পৌঁছান বাংলাদেশ অধিনায়ক। ৭৮ বলে পূর্ণ করেন শতক। ওয়ানডে ক্যারিয়ারে নিজের প্রথম শতকেই গড়লেন ইতিহাস।
ওয়ানডেতে এতদিন বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরি ছিল ফারজানা হকের। ২০২৩ সালে ভারতের বিপক্ষে ঘরের মাঠ মিরপুরে সেই সেঞ্চুরি করতে ফারজানার লেগেছিল ১৫৬ বল! প্রথম বাংলাদেশি নারী হিসেবে জ্যোতি ওয়ানডেতে সেঞ্চুরি করলেন ১০০ বলের নিচে। নির্দিষ্ট করে ধরলে ৭৮ বলে। এটিই এখন ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম শতকের রেকর্ড। ফারজানার চেয়ে ঠিক ৭৮ বল কম লেগেছে জ্যোতির। শেষ বলে আউট হওয়ার আগে ৮০ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১০১ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন জ্যোতি।
অধিনায়কের এমন অর্জনের দিনে হয়েছে বাংলাদেশের দলীয় রেকর্ড। থাইল্যান্ডের বিপক্ষে করা ২৭১ রান এখন ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ। এর আগে গত বছর নভেম্বরে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে করা ২৫২ রান ছিল এতদিন দলীয় সর্বোচ্চ সংগ্রহ।