‘সেই বিস্ফোরণে যেন মাথার ছাদটাই উড়ে গেল’

আট বছরের দুটি ফুটফুটে শিশুর সাথে তোলা নাহিদ কাউসারের ছবিটিই এখন কেবলই স্মৃতি। আনন্দঘন মুহূর্তের এক টুকরা এই স্মৃতিই এখন বেদনায় পরিণত হয়েছে তার অকাল প্রস্থানে। সাভারে কাপড়ের দোকানে এসি বিস্ফোরণে দগ্ধ নাহিদ কাওসার (৪৫) দীর্ঘ ১৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মেনেছেন।আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি...