সোলো ট্রিপে নারীদের জন্য ১০ টিপস
নারীদের একা ভ্রমণের ব্যাপারটি এখনও সমাজ সহজভাবে নেয় না। মাঝে মাঝে এটি বিপজ্জনকও হতে পারে। তাই বলে নিজেকে ঘরে আটকে রাখবেন না। প্রতিটি মেয়েরই জীবনে একবার সোলো ট্রাভেলের অভিজ্ঞতা নেওয়া উচিত। এতে করে নিজেকে জানা আরও সহজ হয়। একা ভ্রমণ উপভোগ করতে চাইলে অবশ্যই কয়েকটি বিষয় আপনার খেয়াল রাখা উচিত। তবেই আপনি নানা রকম বিপদ থেকে রক্ষা পাবেন। উপভোগ করতে পারবেন একটি রোমাঞ্চকর ভ্রমণ।
পোশাক
যে স্থানে যাচ্ছেন সেখানকার সংস্কৃতির ব্যাপারে জেনে নিন। সে অনুযায়ী পোশাক পড়ুন। এমন পোশাক বহন করবেন না যাতে মানুষ কটুক্তি করে। তর্ক এড়াতে মানসম্মত পোশাক সঙ্গে নিন। আপনি যদি কোনো মফস্বল বা গ্রামে যান, তবে সেই অনুযায়ী পোশাক পড়ুন। আবার, থাইল্যান্ড বা নেপালের মতো জায়গাতে গেলে আপনার পোশাকের ধরণ আলাদা থাকবে।
ব্যাগ হালকা রাখুন
মেয়েরা সাধারণত ঘুরতে গেলে অনেক কিছু সাথে নিয়ে যায়। এর অধিকাংশই পরবর্তীতে কাজে লাগে না। তাই লাগেজ গোছানোর সময়, বেশি জিনিস বহন করবেন না। খুব প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিন। এ ছাড়া, ভারী ব্যাগ বহন করা অতিরিক্ত ঝামেলা বলে মনে হবে।
সচেতন থাকুন
চারপাশ সম্পর্কে সচেতন থাকুন। আপনার সহযাত্রীদের থেকে সাবধান থাকুন। আপনি যদি অনুভব করেন যে, কেউ অনুসরণ করছে, তবে রাস্তা বদল করুন। সব সময় ভিড়ের মধ্যে থাকার চেষ্টা করুন। জিনিসপত্রের দিকে খেয়াল রাখুন। অত্যধিক বন্ধুত্বপূর্ণ লোকদের থেকে সাবধান থাকুন।
পিপার স্প্রে বহন করুন
এই ছোট আইটেমটি আপনার ব্যাগের খুব বেশি জায়গা দখল করবে না। মনে রাখবেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। তাই আগে থেকে এই সুরক্ষা স্প্রেটি বহন করুন।
দিনের বেলা গন্তব্যে পৌঁছানো
এমনভাবে টিকিট বহন করুন যাতে দিনের আলো থাকতেই আপনি গন্তব্যে পৌঁছে যান। তাহলে আপনি আপনার হোটেলের আশেপাশের জায়গাটি ঘুরে দেখতে পারবেন। আপনি সুরক্ষিত বোধ করবেন।
হোটেলের কার্ড বহন করুন
আপনার হোটেল কার্ডটি হাতের কাছে রাখুন। যদি কার্ডটি না থাকে তবে যেখানে আছেন সেই জায়গার ব্যাপারে বিস্তারিত জেনে নিন। আপনি কোথায় যাচ্ছেন তা হোটেল কর্তৃপক্ষকে জানান। তাদের জিজ্ঞাসা করে নিন এটি কতটা নিরাপদ।
ডকুমেন্টের ফটোকপি
বহন করা ডকুমেন্টগুলোর ফটোকপি সঙ্গে রাখুন। গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট হারিয়ে ফেললে পুলিশের কাছে রিপোর্ট করুন।
মিথ্যা বলুন
শুনতে অনাক লাগলেও, আত্নবিশ্বাসের সাথে মিথ্যা বলুন। রাস্তায় কেউ আপনার সাথে কথা বলতে চাইলে তাকে জানান, আপনার স্বামী পথেই আছে। বিয়ে না হয়ে থাকলেও নিজেকে বিবাহিত বলুন। আবার রাতে একা খেতে গেলে, কেউ যদি কথা বলতে যায়, তাকে জানান আপনার প্রেমিক পথে রয়েছে, বা আপনি পরে তার সাথে দেখা করতে যাচ্ছেন। দৃঢ়ভাবে মিথ্যা বলুন নিজের ভালর জন্য!
জনসাধারণের সাহায্য নিন
মিথ্যা সাহায্য না করলে পাবলিক প্লেসে বিরক্ততা প্রকাশ করুন। অপমান এবং জনসাধারণের প্রতিক্রিয়ার ভয়ে অনেকেই মাথা নত করে। এই ধরনের পরিস্থিতিতে অবশ্যই কেউ আপনার সাহায্যের জন্য ছুটে আসবে। আপনি বুঝতে পারবেন যে, আপনি কখনই একা নন, এমনকি একক ভ্রমণেও!
পর্যাপ্ত টয়লেট্রিজ
স্যানিটেশন সমস্যা একটি বড় সমস্যা। তাই ঘুরতে গেলে, নিশ্চিত করুন যে, আপনি পর্যাপ্ত স্যানিটাইজার, টয়লেট পেপার, টিস্যু পেপার এবং অন্যান্য সমস্ত স্যানিটারি পণ্য বহন করেছেন।
সূত্র- এনডিটিভি