আর্জেন্টিনার নাগরিকত্ব চাচ্ছে পাঁচ হাজার রুশ অন্তঃসত্ত্বা
সাম্প্রতিক মাসগুলোতে রুশ অন্তঃসত্ত্বা নারীরা দলে দলে আর্জেন্টিনা যাচ্ছে। গত বৃহস্পতিবারও একটি ফ্লাইটে করে ৩৩ গর্ভবতী লাতিন আমেরিকার দেশটিতে পাড়ি জমিয়েছেন। রুশ নারীদের আর্জেন্টিনায় যাওয়ার মূল কারণ, তাদের নবজাতকেরা যেন জন্মসূত্রে দেশটির নাগরিকত্ব পায়। আর্জেন্টাইন কর্তৃপক্ষের বরাতে রোববার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ব্রিটিশ সংবাদ মাধ্যমটি বলছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণেই আর্জেন্টিনায় পাড়ি জমাচ্ছে মস্কোর গর্ভবতীরা। যুদ্ধ শুরুর পর থেকেই এমনটা দেখা যাচ্ছে।
এদিকে, বৃহস্পতিবারের ৩৩ রুশ নারীর ফ্লাইট থেকে তিনজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আর্জেন্টিনার মাইগ্রেশন এজেন্সির প্রধান ফ্লোরেন্সিয়া ক্যারিগিয়ানো। স্থানীয় সংবাদপত্র লা নাচিয়নকে তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাজধানীতে যে ফ্লাইটটি অবতরণ করেছিল তার মধ্যে কাগজের ঝামেলার কারণে তিন নারীকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এর আগের দিনেরও একটি ফ্লাইট থেকে আরও তিন নারীকেও গ্রেপ্তার করা হয়েছে।’
এই নারী আরও বলেন, ‘পুলিশি হেফাজতে থাকারা ঘুরার উদ্দেশে আমাদের এখানে এসেছে বলে দাবি করছে। তবে কার্যকলাপ পর্যটকদের মতো নয়। মূলত, রুশ নারীদের সন্তানেরা যেন আমাদের দেশের নাগরিকত্ব পায় সে চেষ্টা করছে তারা।’
ক্যারিগিয়ানো বলেন, ‘আমাদের দেশে ঘুরতে আসা কোনো সমস্যা নয়। তবে, তারা এখানে সন্তান প্রসবের জন্য আসছে। জন্মসূত্রে সন্তানেরা নাগরিকত্ব পেলেই তারা এখান থেকে চলে যাবে। মূলত, এখানে আমাদের পাসপোর্টই মুখ্য বিষয়। আমাদের পাসপোর্ট খুবই নিরাপদ, পাসপোর্টধারীরা বিনা ভিসায় ১৭১টি দেশে যেতে পারে।’
বিবিসি বলছে, সন্তানেরা আর্জেন্টিনার নাগরিকত্ব পেলে তারা বাবা-মাও দ্রুত সময়ের মধ্যে দেশটির পাসপোর্ট পেতে যাবে। বর্তমানে রুশ নাগরিকেরা বিনা ভিসায় ৮৭ দেশে যেতে পারে। তবে ইউক্রেন যুদ্ধের জেরে নিষেধাজ্ঞায় পশ্চিমা দেশগুলোতে আগের মতো সহজে যেতে পারছে না রাশিয়ানরা।
গত সেপ্টেম্বরে ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়ার মধ্যে ভিসা সুবিধা চুক্তি স্থগিত করা হয়েছিল। এতে করে ইউরোপীয় দেশগুলোতে রাশিয়ানদের যেতে অতিরিক্ত কাগজপত্র জমা দিতে হচ্ছে। এমনকি এটি প্রক্রিয়া হতে বেশ সময় লাগছে।