ইউক্রেন থেকে ইতালি গিয়ে সড়কে প্রাণ গেল শরণার্থী তরুণীর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/13/iukren-2.jpg)
ইতালির উত্তরপূর্ব অঞ্চলে ৫০ জন ইউক্রেনীয়কে বহন করা একটি বাস উল্টে রাস্তার পাশে পড়ার ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। ছবি : রয়টার্স
ইতালির উত্তরপূর্ব অঞ্চলে ৫০ জন ইউক্রেনীয়কে বহন করা একটি বাস উল্টে রাস্তার পাশে পড়ার ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছেন দমকল বাহিনীর সদস্যরা।
স্থানীয় সময় আজ রোববার ইতালির ছেসেনা ও রিমিনির একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
টুইটারে দমকলকর্মীদের দেওয়া ছবিতে বাসটিকে একপাশে কাত হয়ে পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবর পেয়েই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। উদ্ধার তৎপরতা এখনও চলছে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2022/03/13/iukrencapture-2.jpg 687w)
ইতালির উত্তরপূর্বের পেসকারাতে যাওয়ার পথে স্থানীয় সময় সকাল পৌনে ৭টার দিকে বাসটি দুর্ঘটনায় পড়ে।
নিহত তরুণীর মৃতদেহ সরাতে উদ্ধারকর্মীরা কাজ করছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।