কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিলয় নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/13/saanbaadik_niht.jpg)
কুমিল্লা চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এশিয়ান টেলিভিশনের সাংবাদিক জসিম উদ্দিন চৌধুরী নিলয় নিহত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহাসড়কের ফকির বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জসিম উদ্দিন এশিয়ান টেলিভিশনের নাঙ্গলকোট প্রতিনিধি ছিলেন।
নিহতের সহকর্মীদের সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে বাড়ি ফিরছিলেন নিলয়। পথে দ্রুতগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ছিটকে পড়েন তিনি। পরে আহত নিলয়কে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, আজ বিকেলেও জসিম উদ্দিন নিলয় থানায় এসেছিলেন একটি কাজে। তার মৃত্যুর খবর শুনেছি। ঘাতক বাসটির বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।