চলে গেলেন ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার টি এন সেশন

ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার টি এন সেশন আর নেই। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের বাসভবনে মৃত্যু হয় তাঁর।
টি এন সেশনের পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে নৈশভোজের পর শয়নকক্ষে যান তিনি। সেখানেই রাত পৌনে ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টি এন সেশন।
টি এন সেশন ছিলেন ভারতের দশম প্রধান নির্বাচন কমিশনার। ১৯৯০ সালের ১২ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ১১ ডিসেম্বর পর্যন্ত শক্তহাতে ভারতের নির্বাচন কমিশনের দায়িত্ব সামলেছিলেন তিনি।
১৯৩২ সালে ভারতের কেরালা রাজ্যের তিরুনেল্লাইয়ে জন্মগ্রহণ করেন টি এন সেশন। পদার্থবিদ্যায় স্নাতক হয়ে মাদ্রাজ খ্রিস্টান কলেজে তিন বছর অধ্যাপনা করেন তিনি। এরপর হারভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
টি এন সেশনের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি টুইট করে বলেন, ‘তিনি যেভাবে ভারতের নির্বাচনী সংস্কার করেছিলেন, তা আমাদের গণতন্ত্রকে আরো শক্তিশালী করেছে। তাঁর প্রয়াণে আমি মর্মাহত।’
সেশনের প্রয়াণে ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার সুনিল অরোরা বলেন, ‘টি এন সেশন ছিলেন একজন অসাধারণ ব্যক্তিত্ব। তিনি সবসময় আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন।’