জি-৭ জোটের বৈঠকে তালেবানের ওপর নিষেধাজ্ঞা চাইবে ব্রিটেন
আফগানিস্তান ইস্যুতে আগামীকাল মঙ্গলবার জরুরি বৈঠকে বসছেন জি-৭ জোটের নেতারা। জানা গেছে, তালেবানের সঙ্গে বিশ্ববাসীর সম্পর্ক কেমন হবে, তা নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, জি-৭ বৈঠকে তালেবানের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানাবে ব্রিটেন। আর বৈঠকটি পরিচালনাও করবে ব্রিটেন। জোটের অন্য সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, জার্মানি, জাপান ও কানাডা।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সাফ জানিয়ে দিয়েছেন, আফগানিস্তানের ক্ষমতায় তালেবানকে মেনে নিতে চায় না ব্রিটেন। তালেবানের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাবও দিয়েছেন তিনি।
বিশেষজ্ঞরা মনে করছেন, জি-৭ বৈঠকে তালেবানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে আরো আলোচনা হতে পারে। ব্রিটেন এরই মধ্যে জি-৭ নেতাদের তালেবানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা গ্রহণের বিষয়ে বিবেচনার আহ্বান জানিয়েছে।
মার্কিন প্রশাসনের কাছে বরিস জনসন আবেদন করেছেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে ৩১ আগস্টের মধ্যে সবাইকে উদ্ধার করা সম্ভব হবে না। সে কারণে মার্কিন বাহিনী যেন আরো কিছুদিন কাবুলে থাকে।
উল্লেখ, উদ্ধারকাজ চালানোর জন্য ব্রিটেনের এক হাজার সেনা কাবুল বিমানবন্দরে রয়েছে। মার্কিন সেনা সরিয়ে নেওয়া হলে ন্যাটোর অন্য দেশগুলোও তাদের সেনা সরাতে বাধ্য হবে। এ পরিস্থিতিতে জি-৭ বৈঠকে বসতে যাচ্ছে।