নেপালে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প
ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে দেশটির পশ্চিমাঞ্চলের সুদূরপশ্চিম প্রদেশের বাজুরা শহরে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। খবর কাঠমান্ডু পোস্টের।
নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণকারী ও গবেষণাপ্রতিষ্ঠান জানিয়েছে, বেলা ১টা ৪৫ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। এর কেন্দ্র ছিল ওই অঞ্চলের বিছায়া এলাকায়। তবে নেপালে গতকালের ভূমিকম্পে হতাহত হওয়ার কোনো ঘটনা এখন পর্যন্ত জানা যায়নি।
এর আগে সর্বশেষ গত ২৪ জানুয়ারি ভূমিকম্পে কেঁপে উঠেছিল বাজুরা শহরটি। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯। ভূমিকম্পের কেন্দ্র ছিল সেখানকার মেলা শহরে। এ ভূমিকম্পে একজন নিহত হয়েছিলেন।