পদত্যাগ করলেন সুইডেনের প্রধানমন্ত্রী
সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লফভেন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গত সপ্তাহে প্রধানমন্ত্রী ও তাঁর সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা জ্ঞাপনের আট দিন পর তিনি পদত্যাগের ঘোষণা দিলেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, আজ সোমবার এক অনলাইন সংবাদ সম্মেলনে লফভেন প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে আগামী ৯০ দিনের মধ্যে সুইডিশ পার্লামেন্টের উপনির্বাচন হওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছেন তিনি।
‘আমাকে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করার জন্য অনুরোধ করেছি,’ লফভেন তড়িঘড়ি ডাকা সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি আমার পক্ষে এখন পর্যন্ত নেওয়া সবচেয়ে কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত।’
গত ২১ জুন লফভেন-সরকারের সঙ্গে জোটবদ্ধ বামদল বিরোধীদলীয় উগ্র-ডানপন্থীদের সঙ্গে এক হয়ে সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লফভেন এবং তাঁর সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা জ্ঞাপন করে।
অনাস্থা জ্ঞাপনের পরে স্টেফান লফভেন এক সপ্তাহ সময় পান তাঁর সরকারকে টিকিয়ে রাখতে বিকল্প আরেকটি জোট গঠন করার জন্য। কিন্তু তাতে ব্যর্থ হয়ে তিনি আজ পদত্যাগের ঘোষণা দেন।
এ অবস্থায় পার্লামেন্টের স্পিকার সংবিধান অনুযায়ী অন্য কোনও দল বা জোটকে সরকার গঠন করতে অনুরোধ করবেন। এভাবে যদি পর পর চারবার সংখ্যাগরিষ্ঠতার অভাবে কেউ সরকার গঠনে ব্যর্থ হয়, তাহলে সংবিধান অনুযায়ী স্পিকার ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচনের ঘোষণা দিতে বাধ্য হবেন।
উল্লেখ, আগামী তিন-চার মাসের মধ্যে উপনির্বাচন এবং সরকার গঠন হলেও সে সরকার ক্ষমতায় থাকতে পারবে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত।