পাকিস্তান আর জঙ্গিদের নিরাপদ আস্তানা নয় : ইমরান খান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/02/18/imran-pic.jpg)
পাকিস্তান জঙ্গিদের জন্য আর নিরাপদ আস্তানা নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সোমবার জোর দিয়ে এ কথা বলেছেন।
ইমরান জানান, তাঁর প্রশাসন আফগান শান্তি প্রক্রিয়াকে সম্পূর্নভাবে সমর্থন করে। যুক্তরাষ্ট্র ও তালেবান একটি চুক্তি করতে যাওয়ায় ইমরান খান এমন মন্তব্য করলেন, খবর এএফপি।
আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেওয়ার বিষয় চুক্তিটিতে বিবেচনা করা হচ্ছে।
এমন চুক্তির ফলে সম্পূর্ণ অস্ত্রবিরতি পালনে তালেবান আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসবে।
নিরাপত্তা সহযোগিতা ও কোনো চুক্তি বাস্তবায়নের ব্যাপারে পাকিস্তানকে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বিবেচনা করা হয়। আফগানিস্তানের সঙ্গে তাদের সীমান্ত বরাবর তালেবান ও অন্য জঙ্গি গ্রুপকে সহযোগিতা করায় দীর্ঘদিন ধরেই ইসলামাবাদকে অভিযুক্ত করা হচ্ছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সম্মেলনে ইমরান খান বলেন, ‘আমি আপনাদের বলতে পারি যে জঙ্গিদের কাছে পাকিস্তান আর নিরাপদ ঘাঁটি নয়। অতীতে যা ঘটুক না কেন, বর্তমানে আমি আপনাদের বলতে পারি আমাদের একটাই চিন্তা আফগানিস্তানে আমরা শান্তি চাই।’
পাকিস্তানে আফগান শরণার্থী শিবির থেকে নতুন যোদ্ধা নিয়োগে তালেবানকে সুযোগ দেওয়ায় আফগানিস্তানের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট সারোয়ার দানিশ ইসলামাবাদকে অভিযুক্ত করার পর খান এমন মন্তব্য ব্যক্ত করলেন।
পাকিস্তানে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার ৪০ বছর পূর্তি পালন উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে ইমরান খান বক্তব্য দিচ্ছিলেন।