পাকিস্তান-চীন জৈব অস্ত্র চুক্তির খবর দিল ভারতীয় সংবাদমাধ্যম
পাকিস্তান ও চীন জৈব অস্ত্র বানাতে শুরু করেছে বলে একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ‘ভারতকে শায়েস্তা করতে পাকিস্তান ও চীন হাত মিলিয়ে জৈব অস্ত্র বানাতে শুরু করেছে।’
এ ছাড়া ইন্ডিয়া টিভি, টাইমস অব ইন্ডিয়া ও ডব্লিউআইও নিউজ চীনের উহানের ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাকিস্তানকে সঙ্গে নিয়ে জৈব অস্ত্র বানাচ্ছে বলে খবর দিয়েছে।
নভেল করোনাভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্যসহ বেশ কিছু দেশ চীনের বিরুদ্ধে অভিযোগ করে আসছে মহামারির শুরু থেকেই। বিশেষ করে যুক্তরাষ্ট্র বারবার করোনার জন্য কাঠগড়ায় তুলেছে চীনকে। শুরুর দিকে অনেকেই এ ভাইরাসকে চীনের ‘জৈব অস্ত্র’ বলে দাবি করেছিল। যদিও সে দাবি তেমন মজবুত হতে পারেনি। এর মধ্যেই লাদাখ সীমান্তে ভারতের সঙ্গে চীনের সংঘাত কিছুতেই থামার লক্ষণ দেখা দিচ্ছে না।
একটি প্রতিরক্ষাবিষয়ক পত্রিকার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে জৈব অস্ত্র গড়ে তুলছে চীন; আর সে জৈব অস্ত্রের নিশানা করা হবে ভারতকে। বলা হয়, চীনের উহানের যে ল্যাব থেকে করোনাভাইরাস ছড়িয়েছে বলে ধারণা করা হয়, সে ল্যাবেই জৈব অস্ত্র নিয়ে কাজ করছে চীন। আর সে কাজে তাদের দোসর হয়েছে পাকিস্তান।
উহানের ওই ল্যাবে জৈব অস্ত্রের পরীক্ষা নিয়ে আগেই একাধিকবার চীনের বিরুদ্ধে সরব হয়েছে বিভিন্ন দেশ। যদিও বরাবরই তা অস্বীকার করেছে চীন সরকার।
টাইমস অব ইন্ডিয়ার খবরে আরো বলা হয়, প্লেগ, ইবোলা ও এসএআরএসের মতো ভাইরাসকেও জৈবিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে চীন ও পাকিস্তান।