পোপ ফ্রান্সিসের অস্ত্রোপচার সম্পন্ন
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের অন্ত্রের অস্ত্রোপচার রোববার সন্ধ্যায় সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের পর তিনি এখন ভালো আছেন বলে চিকিৎসকেরা নিশ্চিত করেছেন।
ভ্যাটিকান নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, পোপ ফ্রান্সিস এখন সুস্থ বোধ করছেন। ২০১৩ সালে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ বছর বয়সী পোপ ফ্রান্সিস।
ভ্যাটিকান সিটির মুখপাত্র মাত্তেও ব্রুনি এক বিবৃতিতে জানান, অস্ত্রোপচারের পর ভালো বোধ করছেন পোপ। এই অস্ত্রোপচার হুট করেই জরুরি ভিত্তিতে করা হয়নি বরং এটি ছিল পূর্বনির্ধারিত।
এর আগে এই মুখপাত্র জানিয়েছিলেন, গেমেলি ইউনির্ভার্সিটি হাসপাতালে পোপের সার্জারি হবে। হাসপাতালে ভর্তি হওয়ার আগে সেন্ট পিটার্স স্কয়ারে হাজার হাজার পরিদর্শকের সামনে ভাষণ দেন পোপ ফ্রান্সিস।
তবে এই অস্ত্রোপচারের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ব্রুনি। পোপকে কতদিন হাসপাতালে থাকতে হবে সে বিষয়েও কিছু বলা হয়নি। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় পোপকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে এক বিবৃতিতে জানানো হয়েছে, পোপের বৃহদান্ত্রে ‘সিম্পটোম্যাটিক ডাইভার্টিকুলার স্টেনোসিস’-এর জন্য অস্ত্রোপচার অপারেশন করা হবে। এই অসুখে কোলন সঙ্কুচিত হয়ে যায়। ১০ মেডিকেল সদস্যের একটি দল এই অস্ত্রোপচারে অংশ নিয়েছেন বলে জানানো হয়েছে।
ব্যথার পাশাপাশি এই অসুখের কারণে বমি, প্রদাহ এবং অন্ত্রে অসুবিধা দেখা দেয়। বয়স্কদের মধ্যে এসব সমস্যা আরও বেশি দেখা দেয়।