ব্রাজিল থেকে আমদানি করা মুরগির মাংসে করোনা : চীন
ব্রাজিল থেকে আমদানি করা হিমায়িত মুরগির নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে চীন।
চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এসব হিমায়িত মুরগি আমদানি করা হয়। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে চীন আমদানি করা মাংস ও সামুদ্রিক মাছের নিয়মিত পরীক্ষা করছে। তারই অংশ হিসেবে মুরগি থেকে নমুনা নিয়ে তা পরীক্ষা করে স্থানীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র। আর তাতে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।
তবে এ বিষয়ে জানতে চাইলে বেইজিংয়ে অবস্থিত ব্রাজিলের দূতাবাসের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
শেনজেনের মহামারী সুরক্ষা ও নিয়ন্ত্রণ কার্যালয় জানায়, আমদানি করা মাংস ও সামুদ্রিক মাছ নিয়ে লোকজনকে আরো সতর্ক হতে হবে। সংক্রমণ ঝুঁকি এড়াতে সচেতনতা বাড়াতে হবে।