মালয়েশিয়ার রাজা-রানি ‘হোম কোয়ারেন্টিনে’
মালয়েশিয়ার রাজপ্রাসাদে (ইস্তানা নেগারা) হানা বসিয়েছে করোনাভাইরাস। এরই মধ্যে সেখানকার সাত কর্মী আক্রান্ত হয়েছেন বলে রাজপ্রাসাদের সূত্রে জানা গেছে। এর পর পরই দেশটির রাজা ও রানি ‘হোম কোয়ারেন্টিনে’ গেছেন বলে জানিয়েছে সূত্রটি।
দেশটির রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহ এবং তাঁর স্ত্রী রানি টুঙ্কু আজিজাহ আমিনাহ মাইমুনাহ ইস্কান্দারিয়াহর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলেও সতর্কতা হিসেবে ১৪ দিনের জন্য ‘হোম কোয়ারেন্টিনে’ রাখা হয়েছে বলে রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে।
এদিকে, রাজপ্রাসাদের সংক্রমিত সাত কর্মীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্মকর্তারা বলেছেন, তাঁরা এই সংক্রমণের উৎস জানার চেষ্টা করছেন। কর্মীরা করোনায় সংক্রমিত হওয়ার পর জীবাণুনাশক ছিটিয়ে রাজপ্রাসাদ পরিষ্কার করা হয়েছে।
মালয়েশিয়ায় করোনাভাইরাসে সর্বশেষ মৃতের সংখ্যা ২৬ জনে দাঁড়িয়েছে। নতুন ১৩০ জনসহ আক্রান্ত হয়েছেন দুই হাজার ১৬১ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ২৫৯ জন।
এদিকে, দেশটিতে করোনা প্রতিরোধে গত ১৮ মার্চ থেকে চলমান নিয়ন্ত্রণ আদেশ ৩১ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও তা আরো দুই সপ্তাহ বাড়িয়ে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
গত বুধবার দেশটির প্রধানমন্ত্রী তানসেরি মুহিউদ্দিন ইয়াসিন জাতির উদ্দেশে ভাষণে নিয়ন্ত্রণ আদেশ বাড়ানোর ঘোষণা দেন। এ সময় তিনি দেশবাসীকে যার যার বাড়িতে অবস্থান করে ধৈর্যের সঙ্গে বর্তমান পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।