যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে ‘পাগল কুকুর’ বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসকে ‘পাগলা কুকুর’ বলে সম্বোধন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ম্যাটিসের সমালোচনায় ক্ষুব্ধ হয়ে ট্রাম্প এক টুইটে বলেন, ‘সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও আমার মধ্যে একমাত্র মিল হলো আমরা দুজনেই ম্যাটিসকে বরখাস্ত করেছি।’
ট্রাম্প বলেন, “ম্যাটিসের আগের ডাকনাম ছিল ‘বিশৃঙ্খলা’, আমি সেটা পাল্টে ‘পাগলা কুকুর’ রেখেছিলাম।”
ক্ষুব্ধ প্রেসিডেন্ট আরো বলেন, ‘ম্যাটিস বিশ্বের সেইসব জেনারেলের একজন, যাকে যোগ্যতার চেয়েও বেশি দাম দেওয়া হয়েছে।’
ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকে মুখ বন্ধই রেখেছিলেন জেমস ম্যাটিস। অনেক চেষ্টা করেও মার্কিন সংবাদমাধ্যমগুলো তাঁর মুখ খোলাতে পারেনি। তিনি বারবার বলেছেন, তাঁর যা বলার ছিল, পদত্যাগপত্রে তা বলেছেন।
কিন্তু গত ২৫ মের পর থেকে শুরু হওয়া বর্ণবাদবিরোধী আন্দোলন দমনে ট্রাম্পের বিতর্কিত আচরণে চুপ থাকতে পারেননি ম্যাটিস।
৬৯ বছর বয়সী সাবেক এই জেনারেল বলেন, তাঁর জীবনে ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি আমেরিকানদের মধ্যে একতা প্রতিষ্ঠার চেষ্টা করছেন না, করার ভানও করছেন না। তিনি বরং বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন।