‘রুশ হামলার পূর্বাভাস না দেওয়ায় ফরাসি গোয়েন্দাপ্রধান বরখাস্ত’
রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে—এমন আশঙ্কা আঁচ করতে ব্যর্থ হওয়ায় ফরাসি সামরিক গোয়েন্দা সংস্থার পরিচালককে বরখাস্ত করা হয়েছে। ফরাসি গণমাধ্যমের বরাতে সংবাদমাধ্যম বিবিসি আজ বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।
ফরাসি সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রণালয়ের একটি অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম লা’ওপিনিয়ন জানিয়েছে, জেনারেল রিক ভিদাউদকে ‘অপ্রতুল তথ্য’ এবং সংশ্লিষ্ট ‘বিষয়গুলোতে দক্ষতার অভাবের’ কারণে বরখাস্ত করা হয়েছে।
ফ্রান্সের চিফ অব ডিফেন্স স্টাফ থিয়েরি বুরখার্ড একটি ফরাসি সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাত্কারে জেনারেল রিক ভিদাউদকে বরখাস্ত করার তথ্য স্বীকার করেছেন। তিনি জানান, ফরাসি গোয়েন্দা সংস্থাগুলোসহ রিক ভিদাউদ নিজেও বুঝতে পেরেছিল যে, তারা ইউক্রেনের বিষয়ে রাশিয়ার হুমকি বিশ্লেষণে ভুল করেছে। রুশ আগ্রাসনের বিষয়ে ফরাসি গোয়েন্দা সংস্তাগুলো মার্কিন তথ্য ও মূল্যায়নের বিপরীতে চলছিল বলে জানান ফ্রান্সের চিফ অব ডিফেন্স স্টাফ।