শ্রীলঙ্কায় ‘অসহনীয় পর্যায়ে’ বেড়েছে খাদ্যদ্রব্যের দাম
শ্রীলঙ্কা বর্তমানে এমন এক অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে, যা দেশটিতে আগে কখনও দেখা যায়নি। দেশটিতে চালের দাম অসহনীয় পর্যায়ে বেড়ে গেছে। বাজারে এক কেজি চালের সর্বনিম্ন মূল্য শ্রীলঙ্কার মুদ্রায় প্রায় ৮৫০ রুপিতে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কলম্বো পেজ। খবর এনডিটিভির।
এমন অবস্থায় লঙ্কা সরকার বেশ কিছু প্রয়োজনীয় পণ্যের আমদানি সীমিত করতে বাধ্য হয়েছে। এর ফলে বিভিন্ন খাদ্য সামগ্রী যেমন, গুঁড়া দুধ ও চালের মতো প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেশি বেড়ে গেছে।
যদিও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, লঙ্কা সাথোসার দোকানগুলোতে সুলভ মূল্যে চাল বিক্রি করা হচ্ছে। তবে, কলম্বো পেজ বলছে—আমদানি করা চাল সাধারণ মানুষের চাহিদা পূরণ করতে পারছে না।
কলম্বো পেজ-এর প্রতিবেদন অনুসারে, সে দেশের অনেক অঞ্চলেই সাথোসার দোকানগুলোতে চাল, শুকনো মরিচসহ অন্যান্য জিনিসের ঘাটতি রয়েছে। শ্রীলঙ্কার জনগণ সরকারের কাছে চাল আমদানি বা মূল্য নির্ধারণ করে চালের দাম কমানোর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছে।
শ্রীলঙ্কা এখন এমন একটি গুরুতর অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করছে, যেখানে খাদ্য ও জ্বালানির ঘাটতি দ্বীপরাষ্ট্রটির বিপুল সংখ্যক মানুষের জীবনকে প্রভাবিত করছে। কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর থেকে দেশটির পর্যটন খাত ভেঙে পড়ায় সেখানকার অর্থনীতি ক্রমেই পতনের দিকে রয়েছে।
সেইসঙ্গে শ্রীলঙ্কা বৈদেশিক মুদ্রার ঘাটতির সম্মুখীন হচ্ছে, যার ফলে খাদ্য ও জ্বালানি আমদানিতে দেশটিকে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। লম্বা সময় ধরে বিদ্যুৎ বিপর্যয়েরও সম্মুখীন হচ্ছে শ্রীলঙ্কার সাধারণ মানুষ।
কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় ব্যর্থতার পরিচয় দেওয়ায় সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে। গতকাল রোববার কলম্বোতে মার্কিন দূতাবাসের বাইরে শ্রীলঙ্কা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে দেশটির জনগণ।