শ্রীলঙ্কার প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর বাসভবনে বনভোজনের মেজাজে বিক্ষোভকারীরা
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন দখলে নেওয়া বিক্ষোভকারী নেতারা বলছেন, দেশের এ দুই শীর্ষ ক্ষমতাধর ব্যক্তি পদত্যাগ না করা পর্যন্ত তাঁরা ভবন দখলে রাখবেন।
এরই মধ্যে গতকাল রোববার প্রেসিডেন্টের বাসভবন দখলে নেওয়া বিক্ষোভকারীদের কিছু ছবি ভাইরাল হয়েছে। যেখানে তাঁদের বনভোজনের মেজাজে দেখা যায়। কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব ছবি উঠে এসেছে।
এসব ছবিতে কিছু বিক্ষোভকারীকে প্রেসিডেন্টের বিছানায় আয়েশ করে শুয়ে থাকতে এবং প্রেসিডেন্টের জিমে সময় কাটাতে দেখা গেছে। এ ছাড়া তাঁর সুইমিংপুলে অনেককে গোসল ও উল্লাস করতেও দেখা গেছে।
এদিকে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কলম্বোর সরকারি বাসভবন ‘টেম্পল ট্রি’ দখল করে সেখানে ক্যাম্প স্থাপন করে খাবার রান্না শুরু করেছেন বিক্ষোভকারীরা। খবর এনডিটিভি ও এএনআইয়ের।
একজন বিক্ষোভকারী বলেন, ‘প্রধানমন্ত্রী বিক্রমসিংহে ও প্রেসিডেন্ট রাজাপাকসের পদত্যাগের দাবিতে আমাদের এ আন্দোলন। তাঁরা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলে আমরা এখান থেকে চলে যাব।’
এএনআই জানিয়েছে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর টেম্পল ট্রির সরকারি বাসভবন থেকে পাওয়া ভিডিওতে বিক্ষোভকারীদের ক্যারম খেলতে ও ঘোরাঘুরি করতে দেখা গেছে।
শনিবার হাজার হাজার বিক্ষোভকারী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সরকারি বাসভবনে হামলা চালান। তাঁরা প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের ব্যক্তিগত বাসভবনেও আগুন ধরিয়ে দেন।