সেই রোদ্দুর রায়ের গ্রেপ্তারের দাবিতে পথে নামলেন শিক্ষকরা
স্বঘোষিত বিশ্বকবি রোদ্দুর রায়কে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এবার রাস্তায় নামলেন শিক্ষকরা। ৯ মার্চ পশ্চিমবঙ্গের বেলেঘাটা থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে চারটি ধারায় অভিযোগ জানায় শিক্ষক সংগঠন।
ওই অভিযোগের ভিত্তিতে কোনো পদক্ষেপ না নেওয়ায় এবার সরাসরি থানার সামনে বিক্ষোভ করেন শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ। রাজ্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেই এ বিক্ষোভ-অবস্থানের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান শিক্ষকরা।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানায়, বিক্ষোভকারীদের অভিযোগ, বাংলা সংস্কৃতি ও মনীষীদের কলুষিত করার চেষ্টা করছেন রোদ্দুর রায়। একই সঙ্গে মনীষীদের সম্মান দিয়ে মুখ্যমন্ত্রী বাংলার যে ভাবমূর্তি গড়ার চেষ্টা করছেন, রোদ্দুর রায়ের পদক্ষেপে তাও ধাক্কা খাচ্ছে।
উল্লেখ্য, শুধু বেলেঘাটা থানাতেই নয়, শান্তিনিকেতনেও এফআইআর দায়ের করা হয়েছে রোদ্দুর রায়ের বিরুদ্ধে।
সম্প্রতি রবীন্দ্রভারতী-বিতর্কের পর রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় বেলেঘাটা থানায়। তাঁর বিরুদ্ধে অপসংস্কৃতি ছড়ানোর অভিযোগ উঠেছে। পাশাপাশি রাজ্যের ২৩টি জেলার বিভিন্ন থানায় একই অভিযোগ দায়ের করা হবে বলে জানান শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ।
সংগঠনটির অভিযোগ, রবীন্দ্রভারতীর ঘটনার পর স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়া উচিত ছিল পুলিশের। কিন্তু কোনো ব্যবস্থাই নেয়নি পুলিশ। সে কারণে অভিযোগ দায়ের করেছে তাঁদের সংগঠন।