ইরানের সাবেক প্রেসিডেন্ট রাফসানজানি আর নেই
ইরানের সাবেক প্রেসিডেন্ট আলী আকবর হাশেমি রাফসানজানি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।
বার্তা সংস্থা ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) ও ফার্সের খবরে জানানো হয়, ১৯৮৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা রাফসানজানিকে হৃদযন্ত্রের সমস্যার কারণে তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
রাফসানজানির আত্মীয় ও সহযোগী হোসেইন মারাশির বরাত দিয়ে বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়, তেহরানের একটি হাসপাতালে মারা গেছেন রাফসানজানি।
রাফসানজানি ইরানের প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন। তিনি দেশটির একটি পর্ষদের দায়িত্বে ছিলেন, যেটি পার্লামেন্ট ও অভিভাবক পর্ষদের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে কাজ করে।