ইনস্টাগ্রামে সেলফি, ইরানে নারী বডিবিল্ডার গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবি পোস্ট করায় ইরানের এক নারী বডিবিল্ডারকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি হাতের মাংসপেশির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন শিরিন নোবাহারি নামের ওই নারী।
ইরানের শরিয়া আইন অনুযায়ী, কোনো নারী জনসম্মুখে এলে তাঁকে বোরখা ও হিজাব পরেই আসতে হয়। কিন্তু শিরিন তা অমান্য করায় তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডেইলি মেইল।
দেশটির বিচারকরা ওই ছবিগুলোকে ‘নগ্ন’ বলে উল্লেখ করেছেন, যা দেশটির আইনের পরিপন্থী।
শিরিন গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তখনো তাঁকে শরিয়া আইন মেনে চলার বিষয়ে সতর্ক করেছিল দেশটি। তিনি ভারোত্তোলন প্রতিযোগী হিসেবে পরিচিত।
সম্প্রতি শিরিন যে ছবিগুলো পোস্ট করেন সেখানে দেখা যায়, টি-শার্ট পরা অবস্থায় তিনি নিজের হাতের বাহুর নিচের মাংসপেশি দেখাচ্ছেন। ছবিগুলোতে বিভিন্ন টি-শার্ট পরা অবস্থায় ছিলেন তিনি।
পুরো মধ্যপ্রাচ্য জুড়ে শরীরচর্চা একটি জনপ্রিয় খেলা। কিন্তু সেখানে পোশাক কোড মানার বিষয়ে কড়াকড়ি রয়েছে।