পাকিস্তানের মসজিদে বোমা হামলা, নিহত ২২

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর পেশোয়ারের একটি মসজিদে বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ২২ জন, আহত আরো ৬০ জন। এদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার জুমার নামাজ চলার সময় খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের হায়াতাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। পাকিস্তানি তালেবান হামলার দায় স্বীকার করেছে।
প্রদেশ পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের অনলাইন সংবাদমাধ্যম ডন জানায়, নামাজের সময় একদল বন্দুকধারী মসজিদে ঢুকে নির্বিচারে গুলি শুরু করে। পরে তারা তিনটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় মসজিদে আটশ’র বেশি মুসল্লি ছিলেন।
শহীদুল ইসলাম নামে একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নামাজ শেষ হওয়ার মুহূর্তেই পাঁচ থেকে ছয়জন সামরিক পোশাক পরা বন্দুকধারী মসজিদে ঢুকে গুলি করতে শুরু করে।
পাকিস্তানে বিরোধী দলের নেতা ইমরান খান এই হামলার নিন্দা জানিয়ে টুইটারে পোস্ট দিয়েছেন। তিনি জানান, ওই এলাকায় যেতে তাঁকে বাধা দিয়েছে নিরাপত্তা বিভাগ।
এর আগে গত দুই মাসে পাকিস্তানের উত্তরাঞ্চলে দুটি বড় বড় হামলার ঘটনা ঘটেছে। গত ১৬ ডিসেম্বরের একটি স্কুলে বন্দুকধারীদের হামলায় ১৩৬ শিক্ষার্থীসহ ১৫০ জন লোক নিহত হয়। সর্বশেষ জানুয়ারি মাসে সিন্ধু প্রদেশে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন শিশুসহ আরো ৬১ জন ।