এক ছবিতেই রোহিঙ্গাদের জীবনযুদ্ধ!

বয়স দুই বছরের বেশি হবে না। শিশুটির গায়ে কোনো কাপড় নেই। উদোম গায়ে কাদায় মাখামাখি হয়ে এগিয়ে চলছে শিশুটি। জলাধারের উঁচু পাড়ে শুয়ে বহু কষ্টে দুই হাত, দুই পা একসঙ্গে ব্যবহার করে উঠছে সে। ঠিক যেমন সেনাসদস্যরা ‘ক্রল’ করে।
রয়টার্সের তোলা এ ছবিটি কক্সবাজারের। শিশুটি রোহিঙ্গা। প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে এসেছে তার স্বজনরা। এখন জীবন বাঁচাতে হয়তো উঁচু পাড়ে ওঠার চেষ্টা করছে শিশুটি। পাড়ে পৌঁছালেই হয়তো মিলবে খাবার।
কাদার রঙের সঙ্গে একাকার হয়ে গেছে ছোট নগ্ন শিশুটির গায়ের রং। ওপরে ওঠার জন্য বাম হাত দিয়ে কিছু একটা ধরার চেষ্টা করছে। বাম পায়ের হাঁটু এগিয়ে ভর দিয়ে ছোট শরীরটাকে ঠেলে তুলছে সে। ছোট্ট নগ্ন পিঠ আর নিতম্বের ওপর ঠিকরে পড়ছে সূর্যের আলো।
পাশেই একটা জামা পড়ে আছে। জানার উপায় নেই জামাটি তারই কি না। কিন্তু পাড়টা একটু উঁচু। সেখানে পৌঁছাতে আরো কষ্ট করতে হবে ওই রোহিঙ্গা শিশুকে।
গত ২৫ আগস্টের পর থেকে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে প্রবেশ করছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের তথ্য অনুযায়ী গত কয়েক সপ্তাহে চার লাখ ৩০ হাজার শরণার্থী এসেছে বাংলাদেশে। ইউনিসেফ বলছে, শরণার্থীদের মধ্যে ৬০ শতাংশই শিশু।