অস্ট্রিয়া পেতে যাচ্ছে বিশ্বের সর্বকনিষ্ঠ নেতা
অস্ট্রিয়ার সাধারণ নির্বাচনে দেশটির রক্ষণশীল রাজনৈতিক দল ‘পিপলস পার্টি’ জয়ের পথে রয়েছে। তারাই নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছে। তাই বলা যায়, দেশটির শাসনক্ষমতায় আসতে চলেছে দলটি। আর হিসাব-নিকাশ মিলে গেলেই বিশ্বের সর্বকনিষ্ঠ নেতা হিসেবে গদিতে বসবেন ৩১ বছর বয়সী সেবাস্টিয়ান কার্জ।
স্থানীয় সময় রোববার পাওয়া সর্বশেষ ভোট গণনার বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
সিএনএনের খবরে বলা হয়, এখন পর্যন্ত ৯০ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে ৩১ শতাংশ ভোট পেয়ে শীর্ষে রয়েছে কার্জের পিপলস পার্টি। ফলে তারা দেশটির পার্লামেন্টের ১৮৩ আসনের মধ্যে ৬২টি আসন পাবে। সংখ্যাগরিষ্ঠতা পেতে দলটি ফ্রিডম পার্টির সঙ্গে যৌথভাবে সরকার গঠন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চলতি বছরের মে থেকে পিপলস পার্টির নেতৃত্ব দিচ্ছেন কার্জ। প্রাথমিক ফল পাওয়ার পর রাজধানী ভিয়েনায় দলটির প্রধান কার্যালয়ে কার্জ বলেন, ‘আজকে ভোটাররা আমাদের ওপর একটি বড় দায়ভার চাপিয়ে দিয়েছেন। জনগণ আমাদের ওপর অনেক আশা করে আছে। এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। আমাদের অনেক কিছু করতে হবে। দেশে রাজনীতির নতুন ধরন তৈরি করতে হবে।’
আগামী বৃহস্পতিবার নির্বাচনের বিস্তারিত ফল প্রকাশ করা হবে। আনুষ্ঠানিকভাবে ফল জানানো হবে ৩১ ডিসেম্বর। গতকাল ১৫ অক্টোবর অস্ট্রিয়ায় ভোট অনুষ্ঠিত হয়।