ইরানে আবারও শক্তিশালী ভূমিকম্প
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬।
স্থানীয় সময় শুক্রবার সকাল ৬টা ৩২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, কেরমান শহর থেকে ৫৮ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তি হয়। কেরমান শহরে জনসংখ্যা আট লাখ ২১ হাজার।
এর আগে গত ১০ নভেম্বর রাত ৯টা ১৮ মিনিটে ইরানের উত্তরাঞ্চলের কারমানশাহ প্রদেশের ইরাক সীমান্ত এলাকায় ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ইরাকের রাজধানী বাগদাদ, প্রতিবেশী কুয়েত ও ইসরায়েলে সেটি টের পাওয়া যায়।
২০১৭ সালে বিশ্বের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ভূমিকম্পের মধ্যে সবচেয়ে ভয়াবহ আখ্যায়িত ওই বিপর্যয়ে ইরান ও ইরাকে নিহত হয় ৪০০ জনের বেশি মানুষ। এ ঘটনায় আহতের সংখ্যা সাত হাজার ছাড়িয়ে যায়।