কয়েক দফা ভূমিকম্পে ফের কাঁপল ইরান
কয়েক দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরানের দক্ষিণাঞ্চল। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ও মধ্যরাতে কেরমান প্রদেশের হোজদাক নগরীতে কম্পনগুলো অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, মঙ্গলবার কেরমান প্রদেশের ৫৬ কিলোমিটার উত্তরে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর পর পরই কয়েকটি ছোট ছোট কম্পন অনুভূত হয়।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকেই ৬ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে কেরমান প্রদেশে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তিস্থল ছিল।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মঙ্গলবার সকালের ভূমিকম্পে কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। ধসে পড়েছে কমপক্ষে ২০টি বাড়ি।
মঙ্গলবার মধ্যরাতের ভূমিকম্পে কমপক্ষে ৫৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।
২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে দুটি ভূমিকম্প আঘাত হানায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রচণ্ড ঠান্ডায় বাড়ির বাইরে রাত কাটান শত শত মানুষ। এ ছাড়া দেখা দিয়েছে বিদ্যুৎ ও গ্যাস সংকট।