নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ৪৭
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বরনো প্রদেশের সাবন গারি এলাকায় একটি বোমা হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অর্ধশতাধিক মানুষ।
নাইজেরিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, সাবন গারি শহরের একটি জনাকীর্ণ মার্কেটে স্থানীয় সময় মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এটি আত্মঘাতী হামলা নাকি দূর থেকে নিয়ন্ত্রিত বিস্ফোরণের ঘটনা, তা জানা যায়নি।
হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ। তবে সন্দেহের তীর ছোড়া হয়েছে দেশটির জঙ্গিগোষ্ঠী বোকো হারামের দিকে। সংগঠনটি এর আগেও দেশটিতে বহু বোমা ও সন্ত্রাসী হামলায় জড়িত ছিল।
এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি হামলার বিষয়টিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছে।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘এখন পর্যন্ত এ হামলার দায় কোনো পক্ষ স্বীকার না করলেও এটি এমন এক স্থানে হয়েছে, যেখানে গত কয়েক সপ্তাহে সন্দেহভাজন বোকো হারাম সন্ত্রাসীরা শত শত লোককে হত্যা করেছে।’