শ্রীলঙ্কায় বিরোধী দলের নেতৃত্বে ‘তামিল গেরিলা’

রাজাভারোতিয়াম সাম্পানথান। ফাইল ছবি
শ্রীলঙ্কার পার্লামেন্টে বিরোধীদলের নেতৃত্ব দিতে যাচ্ছে তামিল গেরিলা নেতা রাজাভারোতিয়াম সাম্পানথান।দেশটির ৩২ বছরের পার্লামেন্টে প্রথমবারের মতো এমনটি ঘটছে।পার্লামেন্টের স্পিকার কুরু জয়াসুরিয়ার বরাত দিয়ে বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া এ খবর জানায়।
৮২ বছর বয়সী রাজাভারোতিয়াম লিবারেশন টাইগারস অব তামিল ইলমের একজন শীর্ষ নেতা ছিলেন। শান্তিচুক্তির পর তিনি আইনপ্রণেতা নির্বাচিত হন।
স্পিকার কুরু জয়াসুরিয়ার বলেন, ‘আমি রাজাভারোতিয়াম সাম্পানথানকে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দিচ্ছি।’ তিনি তামিল ন্যাশনাল অ্যালাইয়েন্স দলের প্রধান।