পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার হুমকি ইরানের
ইরানের স্বার্থ রক্ষা না হলে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাবেন বলে হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় চ্যানেল প্রেস টিভি এ খবর সম্প্রচার করেছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক ইউকিয়া আমানোর সঙ্গে বৈঠক করেন রুহানি। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত এ বৈঠকে ইরানের প্রেসিডেন্ট বলেন, আইএইএর সঙ্গে সহযোগিতার যে সম্পর্ক রয়েছে, তা ভেবে দেখবে তাঁর দেশ।
রুহানি বলেন, ইরান প্রমাণ করেছে, পরমাণু কর্মসূচি সব সময় শান্তিপূর্ণভাবে করা হয়েছে।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের ছয়টি দেশের সঙ্গে ২০১৫ সালে পরমাণু চুক্তি করে ইরান। পরমাণু কেন্দ্রগুলো নিয়মিত পরিদর্শন ও স্বল্প সময়ের নোটিশে আইএইএর সফর অনুমতি দেয় দেশটি।
রুহানি বলেন, বিশ্ব যদি পরমাণু চুক্তি রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে তেহরান ভেবে দেখবে যে তারা আইএইএকে সহায়তা করবে কি না।
গত ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে নজরদারি বাড়াতে আইএইএর প্রতি আহ্বান জানান।