ইরানে মদ পান করে ২৭ জন নিহত
ইরানের পাঁচটি শহরে অবৈধভাবে উৎপাদিত মদপানে অন্তত ২৭ জনের প্রাণহানি হয়েছে এবং ৩০০ জনের বেশি মানুষ গুরুতর অসুস্থ হয়েছেন।
রোববার দেশটির জরুরি সেবা সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। মদপানের ওপর নিষেধাজ্ঞা থাকা ইরানে এমন ঘটনা এর আগে আর কখনও ঘটেনি।
ইরানের জরুরি সেবা সংস্থার মুখপাত্র মোজতাবা খালেদির বরাতে রোববার ইরানিয়ান লেবার নিউজ এজেন্সি (আইএলএনএ) জানায়, এখন পর্যন্ত দেশটির পাঁচ প্রদেশে ১৭৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
ইরানের সংখ্যাগরিষ্ঠ মুসলমান নাগরিকদের জন্য মদপান নিষিদ্ধ হওয়ায় দেশটিতে ঘরে তৈরি মদ সহজলভ্য এবং গোপনে এর বেচাকেনা হয়ে থাকে। দেশটির পুলিশ মাঝেমধ্যেই মদ বিক্রি বন্ধে অভিযান চালায়। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে দেশটিতে মদপান নিষিদ্ধ।